Ideas of India 2023: লোকে বলতেন 'ওঁকে তো টাইগার শ্রফের সঙ্গে সিনেমায় দেখেছি', 'নেপোটিজম' প্রসঙ্গে কৃতী শ্যানন
Ideas of India: 'এটা সমস্ত কর্মক্ষেত্রেই হয়, এতে কোনও ভুল নেই। আসলে, এই বিতর্কটা ঠিক ভুলের নয়, কেবলমাত্র তৈরি হয়েছে বাইরে থেকে আসা মানুষ ও ফিল্মি পরিবারের সন্তানদের সমান অধিকার পাওয়া নিয়ে। এটুকুই।'
নয়াদিল্লি: বলিউডের প্রথম সারির শিল্পীদের মধ্যে এখন অন্যতম নাম অভিনেত্রী কৃতী শ্যাননের। তাঁর অভিনয় দক্ষতা মন কেড়েছে বহু দর্শকের। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ৯ বছর। এবিপি নেটওয়ার্কের Ideas of India-এর দ্বিতীয় অধ্যায়ে যোগ দিয়েছিলেন অভিনেত্রী, তাঁর কথায় এ যাবৎ পর্যন্ত অভিনয় সফর 'ম্যাজিক্যাল' ছিল। তিনি কথা বললেন, অভিনয় জীবনের প্রথম দিকের লড়াই থেকে নেপোটিজম বিতর্ক, সব নিয়েই।
অভিনয় সফর নিয়ে কৃতী শ্যাননের বক্তব্য
কৃতী শ্যাননের কথায়, নিজের কাজ খুব উপভোগ করেন তিনি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করেন নিজের পছন্দের কাজ করতে পারার জন্য। অভিনয় তাঁকে অজস্র মানুষের মনোরঞ্জনের সুযোগ দেয়। সংক্ষেপে বলতে গেলে, তিনি 'আবেগ' থেকে বেরিয়ে আসা যে কোনও কিছু এবং সবকিছু করতে চান।
নিজের 'প্যাশন' প্রজেক্ট 'দ্য ট্রাইব'-এর কথাও বলেন কৃতী। লকডাউনের সময় এই ফিটনেস স্টার্টআপ শুরু করেন অভিনেত্রী। 'মিমি' ছবির সফরের কথাও শেয়ার করেন তিনি, যখন তাঁকে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। ওজন বৃদ্ধির ফলে আনফিট মনে হত নিজেকে, তখন ভার্চুয়াল গাইডেন্সে ওয়ার্ক আউট করতে শুরু করেন তিনি। এর থেকেই গোটা দেশের জন্য ফিটনেস স্টার্টআপ তৈরির কথা মাথায় আসে তাঁর।
তাঁর প্রথম ছবির সাফল্য একেবারেই ভাগ্যের ব্যাপার ছিল বলে দাবি কৃতীর। তিনি বিশ্বাস করেন জীবনে তিনটি জিনিস খুব জরুরি, প্রতিভা, কঠোর পরিশ্রম এবং ভাগ্য। তবে তাঁর এও মত, 'যত কঠিন পরিশ্রম তুমি করবে, তত ভাগ্য তোমার প্রতি সদয় হবে।'
সমালোচকদের প্রশংসা প্রাপ্ত 'মিমি' প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, 'মিমির মতো একেকটা চরিত্রের প্রয়োজন পড়ে যা তোমার মধ্যের প্রতিভাকে বের করে আনতে পারে।'
বলিউডে নেপোটিজম প্রসঙ্গেও মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, 'এটা সমস্ত কর্মক্ষেত্রেই হয় এবং এতে কোনও ভুল নেই। আসলে, এই বিতর্কটা ঠিক ভুলের নয়, এই বিতর্কটা কেবলমাত্র তৈরি হয়েছে বাইরে থেকে আসা মানুষ ও ফিল্মি পরিবারের সন্তানদের সমান অধিকার পাওয়া নিয়ে। এটুকুই।'
আরও পড়ুন: Ideas of India 2.0: 'সঙ্গীতের সাহচর্য নিরাময়ের ক্ষমতা রাখে', মত সঙ্গীতশিল্পী শুভা মুদগলের
তিনি স্বীকার করে নেন, যাঁরা ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ অর্থাৎ তারকা সন্তান তাঁরা অনেক সহজে সুযোগ পান, কিন্তু বহিরাগতদের ক্ষেত্রে লড়াই বেশি করতে হয়। নিজের প্রথম ছবি টাইগার শ্রফের সঙ্গে 'হিরোপন্তি'র উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, বিমানবন্দরে মানুষ বলতেন, 'ওঁকে তো টাইগার শ্রফের সঙ্গে সিনেমায় দেখেছি।' তাঁর কথায় সাধারণ মানুষ তারকা সন্তানদের নাম এমনিতেই জেনে যায়, কিন্তু বহিরাগত হলে দু-তিনটি ছবি করতে লাগে যার পরে মানুষের কাছে পরিচিতি পাওয়া যায়।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন অভিনীত 'শেহজাদা'। তেলুগু ছবি 'আলা বৈকুণ্ঠপুরমুলু'র অফিসিয়াল হিন্দি রিমেক এটি।