Ishmart Jodi: 'মায়ের মতো যত্নে রাখে রাজা', জিৎ-এর শো-তে এসে অকপট মধুবনী
প্রথম দিনের অতিথি ছিলেন রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার। তারপর হাতে হাত রেখে কাটিয়ে ফেললেন প্রায় ৬ বছর
কলকাতা: তারকা দম্পতিদের গল্প নিয়ে শুরু হয়েছে নতুন রিয়্যালিটি শো 'ইসমার্ট জোড়ি' (Ishmart Jodi)। এই ধারাবাহিকের সঞ্চালনায় দায়িত্বে রয়েছেন অভিনেতা জিৎ (Jeet)। এর আগে নাচের মঞ্চে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবার তারকা জুটির গল্প শুনবেন তিনি। ইতিমধ্যেই প্রোমোর ঝলকে দেখা গিয়েছে কোন কোন অতিথি আসছেন এই শো-তে। ২৬ মার্চ থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক।
রাজা-মধুবনীর প্রেমের গল্প
প্রথম দিনের অতিথি ছিলেন রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার। তারপর হাতে হাত রেখে কাটিয়ে ফেললেন প্রায় ৬ বছর। সদ্য মা-বাবা হয়েছেন এই জুটি। কোলে এসেছে একরত্তি পুত্র। এখন মধুবনী আর রাজার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে শুধুই দেখা যায় একরত্তি ছেলের বিভিন্ন কীর্তিকলাপ।
'ইসমার্ট জোড়ি'-র মঞ্চে নিজেদের ভালোবাসার গল্প শোনাতে গিয়ে মধুবনী বলেন, রাতে ছেলে বাদশাকে খাইয়ে শোওয়াতে গিয়ে দেখেন তাঁর ১০৪ জ্বর। চিকিৎসক জানিয়েছিলেন, জ্বর নামাতেই হবে। এরপর সারা রাত রাজা তাঁর মাথায় জলপট্টি দিয়েছিলেন। মধুবনী যোগ করেন, ‘ছোটবেলায় জ্বর হলে মা যেমন জলপট্টি করে দিত, ও আমার জন্য তেমনই করেছে।’ স্ত্রীর পাশে দাঁড়িয়ে রাজার তখন চোখ ছলছল। এরপরই স্ত্রী মধুবনীকে আগলে রাখতে নিতে গিয়েছে রাজাকে।
আরও পড়ুন:
এই শো-এর জন্যই নিজের স্ত্রীয়ের সঙ্গে শেষ শ্যুটিং করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। এরপরেই গত ২৪ মার্চ প্রয়াত হয় অভিষেক চট্টোপাধ্যায়। গত বুধবার রাতে শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে বুকে ব্যথা শুরু হয়। কোনও রকমে খেয়েদেয়ে শুয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন তাঁকে নিথর অবস্থায় পান।
শো-এ প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্যও দেওয়া হয়েছে। এই শো-এ নিজের স্ত্রীয়ের সঙ্গে এসেছিলেন 'বাদামকাকু' ভুবন বাদ্যকর। ভাইরাল হয়েছে এসেই ক্লিপিংসও। তবে রাজা মধুবনীর শোয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।