Jennifer Winget: বিপাশার স্বামী কর্ণকে নিয়ে বিস্ফোরক তাঁর প্রাক্তন স্ত্রী
Jennifer Winget on Divorce: প্রাক্তন স্ত্রী জেনিফার উইঙ্গেট মুখ খুললেন কর্ণ সিংহ গ্রোভারে সঙ্গে বিয়ে থেকে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে।
মুম্বই: দু'দুটো বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu) সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। তবে, শুধু ছোট পর্দাতেই নয়, তিনি অভিনয় করেছেন কিছু বলিউড ছবিতেও। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও হয় বিস্তর। তেমনই প্রাক্তন স্ত্রী জেনিফার উইঙ্গেট (Jennifer Winget) মুখ খুললেন কর্ণ সিংহ গ্রোভারে সঙ্গে বিয়ে থেকে বিবাহবিচ্ছেদ (Divorce) প্রসঙ্গে।
কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ে ও বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে জেনিফার উইঙ্গেট-
জেনিফার উইঙ্গেট ও কর্ণ সিংহ গ্রোভারকে একসঙ্গে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'দিল মিল গয়ে'তে (Dil Mil Gayye)। সেখানে তাঁদের পছন্দও করতেন দর্শকেরা। তাঁদের সম্পর্কও শুরু হয় সেখান থেকেই। ২০১২ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের দু বছর কাটতে না কাটতেই তাঁর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এবং ২০১৪ সালে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে নানা কথা বললেন জেনিফার উইঙ্গেট। তিনি জানান যে, কর্ণ এবং তাঁর মধ্যে বিচ্ছেদের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। তাঁরা দুজনেই এর জন্য প্রস্তুত ছিলেন না। দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্যই তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়।
আরও পড়ুন - Rahul-Athiya Wedding: কেএল রাহুলের সঙ্গে বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আথিয়ার, জল্পনা কি বাড়ল আরও?
সাক্ষাৎকারে জেনিফার উইঙ্গেট বলেন, 'আমার মনে হয়, আমরা দুজনেই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। শুধু ও (কর্ণ সিংহ গ্রোভার) নয়। শুধু আমিও নয়। আমরা দুজনেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সেসময়ে প্রস্তুত ছিলাম না। আমরা অনেকদিন ধরেই একে অপরের বন্ধু ছিলাম। যখনই আমাদের দেখা হয়, সেই সময়টা খুব ভালো কাটত। কিন্তু আমার মনে হয়, বিচ্ছেদের বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল।'
বিবাহবিচ্ছেদের পর কোন পরিস্থিতিতে পড়তে হয় জেনিফারকে?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট বলেন, 'বিচ্ছেদের পর আমি বুঝতে পারতাম না যে কী বলব, কী করব, কীভাবেই বা পরিস্থিতি সামাল দেব। আমার বন্ধুরা আমাকে জোর করে বাইরে নিয়ে যেত। কিন্তু আমার যেতে ভালো লাগত না। আর বাইরে গেলে দেখতাম, সবাই কেমন করুণার চোখে দেখছে আমায়। বুঝতে পারতাম, তাঁরা আমার জন্য চিন্তা করছেন, আমার কথা ভাবছেন। কিন্তু সেই সময় আমি সেগুলো চাইছিলাম না। আজ আমি সেই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। নিজেই সমস্ত পরিস্থিতি সামাল দিতে পারি। আর তাই সেই সময় আমি বহু লোকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম।' প্রসঙ্গত, জেনিফার উইঙ্গেটকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'কোড এম'-এ। যেখানে তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে।