Kangana Ranaut: দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের জন্য 'তেজস' ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন কঙ্গনার
'Tejas' Special Screening: শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিদের প্রতি পোস্টে তাঁর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নতুন ছবি 'তেজস' (Tejas)। শনিবার সেই ছবিরই বিশেষ স্ক্রিনিংয়ের (Special Screening) আয়োজন করা হল প্রতিরক্ষা মন্ত্রী (defence minister) রাজনাথ সিংহ (Rajnath Singh) এবং ভারতীয় বায়ুসেনা বাহিনীর (Indian Air Force Officer) একাধিক অফিসারের জন্য, দিল্লিতে।
প্রতিরক্ষা মন্ত্রীর জন্য 'তেজস' ছবির বিশেষ স্ক্রিনিং
শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিদের প্রতি পোস্টে তাঁর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
ছবি পোস্ট করে ক্যাপশনে কঙ্গনা লেখেন, 'টিম 'তেজস' মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ও ভারতীয় বায়ুসেনা বাহিনীর একাধিক অফিসারের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স অডিটোরিয়ামে এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল আজ সন্ধ্যায়।' তিনি আরও লেখেন, 'এতজন সেনা ও স্বয়ং মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বসে প্রতিরক্ষা বাহিনীকে উদ্দেশ্য করে তৈরি ছবি দেখতে পাওয়ার অভিজ্ঞতা অনন্য।'
View this post on Instagram
পোস্টের শেষে অভিনেত্রী উল্লেখ করেন যে দর্শকের সামনে এই ছবি নিয়ে আসার তর আর তাঁর সইছে না। প্রেক্ষাগৃহে 'তেজস' মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। সর্বেশ মিশ্র এই ছবির পরিচালক। বায়ুসেনা বাহিনীর পাইলট তেজস গিলের জীবনের ওপর নির্ভর করে তৈরি এই ছবি। অভিনেত্রী ও নির্মাতাদের কথায়, প্রত্যেক ভারতীয়র মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলাই এই ছবির মূল উদ্দেশ্য। যে বায়ুসেনা বাহিনী রাতদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করার কাজে ব্রতী তাঁদের প্রতি গর্ববোধ গড়ে তোলাও এই ছবির উদ্দেশ্য।
আরও পড়ুন: Mumbai Durga Puja: মুম্বইয়ের মণ্ডপে তারকাদের ভিড়, ছেলেকে নিয়ে আসর জমালেন কাজল
চলতি মাসেই, ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীতে (Gandhi Jayanti) প্রকাশ্যে আসে ছবির টিজার। সেদিনই ঘোষণা করা হয়েছিল, ৮ অক্টোবর, এয়ার ফোর্স (Air Force) দিবসে প্রকাশ্যে আসবে 'তেজস' ছবির ট্রেলার। হয়ও তাই। কঙ্গনা রানাউতের অভিনয় ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে। 'তেজস' ছবির ট্রেলার প্রকাশের পরও তার অন্যথা হয়নি। ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত বায়ুসেনার পাইলট হিসেবে দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে সমস্ত লামইলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কঙ্গনা। ট্রেলারের স্বল্প পরিসরে নজর কেড়েছেন আশীষ বিদ্যার্থীও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন