KBC 14: মহিলা প্রতিযোগীর মন্তব্যে হতবার বিগ বি! এ কী কাণ্ড!
প্রতিযোগীর এমন কথায় কার্যত হতবাক হয়ে যান স্বয়ং বিগ বি। কী কারণে এমন বললেন ওই মহিলা প্রতিযোগী?
মুম্বই: জমে উঠেছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সঞ্চালিত কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৪' (KBC 14)। চলতি সিজনের শুরুটা হয়েছে একটু অন্যভাবে। দেশের একাধিক নামী তারকা বসেন বিগ বি-র সামনে হট সিটে। তবে, সম্প্রতি এক প্রতিযোগী এসেছিলেন, যিনি প্রকাশ্য মঞ্চে বললেন যে, তিনি যদি এক কোটি টাকা জেতেন, তাহলে স্বামীকে কিছুই দেবেন না। প্রতিযোগীর এমন কথায় কার্যত হতবাক হয়ে যান স্বয়ং বিগ বি। কী কারণে এমন বললেন ওই মহিলা প্রতিযোগী?
মহিলা প্রতিযোগীর মন্তব্যে চোখ কপালে উঠল অমিতাভ বচ্চনের-
'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৪'-র সাম্প্রতিক এপিসোডে সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসেছিলেন এক মহিলা প্রতিযোগী। ড. অনু ভার্গিস নামে ওই প্রতিযোগী পেশায় চর্ম চিকিৎসক। ওই প্রতিযোগীর সঙ্গে বিগ বি-র কথপোকথনের প্রোমো পোস্ট করা হয়েছে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে। প্রোমোতে দেখা যাচ্ছে, প্রশ্নের সঠিক উত্তর দিতে দিতে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত জিতে নেন তিনি। কিন্তু এরপরই তিনি বলে বসেন যে, তিনি তাঁর স্বামীকে কিছুই দিতে চান না।
আরও পড়ুন - Alia Bhatt: আলিয়া ভট্টের এই পোশাকটির দাম আন্দাজ করতে পারছেন?
প্রতিযোগী অনু ভার্গিসের সঙ্গে সঞ্চালক অমিতাভ বচ্চনের কথপোকথনের যে প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে, তা বেশ মজাদার। 'কেবিসি ১৪'-এ এসে হট সিটে বসে প্রশ্নের সঠিক উত্তর দিতে দিতে তিনি পৌঁছে যান ৫০ লক্ষ টাকার প্রশ্নে। সেই প্রশ্নেরও সঠিক উত্তর দেওয়ার পর বিগ বি তাঁকে প্রশ্ন করেন যে, তিনি যে টাকা প্রাইজ হিসেবে জিতবেন, তা থেকে স্বামীকে কী দিতে চান? ওই মহিলা প্রতিযোগী সটান উত্তর দেন যে তিনি তাঁর স্বামীকে কিছুই দিতে চান না। এরপরই ওই প্রতিযোগী ৭৫ লক্ষ টাকার প্রশ্নেরও সঠিক উত্তর দেন। মহিলা প্রতিযোগীর উত্তরে চোখ কপালে ওঠে অমিতাভ বচ্চন থেকে শোয়ে উপস্থিত দর্শকদের।
কিন্তু কেন ওই প্রতিযোগী তাঁর স্বামীকে কিছু উপহার দিতে চান না? প্রতিযোগীকে প্রশ্ন করেন বিগ বি। অনু বলেন, 'স্যর ও নিজেই আমাকে কিছু উপহার দেয় না।'
প্রসঙ্গত, ফের একবার করোনা আক্রান্ত (Corona Positive) অমিতাভ বচ্চন। প্রবাদপ্রতীম অভিনেতা নিজেই সোশাল মিডিয়ায় যে খবর জানিয়েছেন। গভীর রাতে টুইটে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানিয়েছেন, কিছুটা আগে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেলাম। এর মাঝে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তারাও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন। ফের একবার করোনা আক্রান্ত (Corona Positive) অমিতাভ বচ্চন। প্রবাদপ্রতীম অভিনেতা নিজেই সোশাল মিডিয়ায় যে খবর জানিয়েছেন। গভীর রাতে টুইটে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানিয়েছেন, কিছুটা আগে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেলাম। এর মাঝে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তারাও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন।