Koel Mallick: শ্যুটিং চলছে, হঠাৎ অন্যমনস্ক হয়ে সংলাপ ভুললেন কোয়েল, তারপর?
Koel Mallick Update: শ্যুটিংয়ের ফাঁকেও যে কত ঘটনা ঘটে.. তা হয়তো ক্যামেরার সামনে আসে না কিন্তু অভিনেতা অভিনেত্রীদের মনে থেকে যায় চিরকাল।
![Koel Mallick: শ্যুটিং চলছে, হঠাৎ অন্যমনস্ক হয়ে সংলাপ ভুললেন কোয়েল, তারপর? Koel Mallick: Koel Mallick shares unknown stories of the film Mon Mane Na, Know in details Koel Mallick: শ্যুটিং চলছে, হঠাৎ অন্যমনস্ক হয়ে সংলাপ ভুললেন কোয়েল, তারপর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/04/ecc4a5375ed9cb90ee4d5db8134cdf98166225567071349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সালটা ২০০৮। শ্যুটিং চলছে জোরকদমে। বাসে একজনের সঙ্গে সিট নিয়ে ঝগড়া করছে নায়ক আর ইতিমধ্যে বাসে উঠে নায়কের সিটেই বসে পড়েন নায়িকা। কিন্তু এ তো ক্যামেরার সামনের গল্প। কিন্তু শ্যুটিংয়ের ফাঁকেও যে কত ঘটনা ঘটে.. তা হয়তো ক্যামেরার সামনে আসে না কিন্তু অভিনেতা অভিনেত্রীদের মনে থেকে যায় চিরকাল। 'মন মানে না' (Mon Mane Na) ছবির তেমনই এক গল্প সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick)।
'মন মানে না'-র নায়ক ছিলেন দেব। কোয়েল বলছেন, 'একটা দৃশ্য ছিল যেখানে দেব বাসে উঠে ঝগড়া করছে সিট নিয়ে। আর আমি চুপি চুপি পেছন দিক থেকে বাসে উঠে দেবের সিটেই বসছি। বাইরে থেকে আমি কিছুই শুনতে পাচ্ছি না যে বাসের ভিতর কি কথা চলছে। আমি খুব মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করছি। শেষমেষ বাসে উঠে বসেও পড়লাম। কিন্তু তার পরেই গন্ডোগোল। বাসে উঠেই আমি অন্যমনস্ক হয়ে পড়লাম হঠাৎ। বিভোর হয়ে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে। একটা খুব লম্বা সিকোয়েন্স শ্যুট চলছে তখন। আমায় পরিচালক বার বার ডাকছেন, কিন্তু আমার কোনও হুঁশই নেই। হাততালি, চিৎকার সব ব্যর্থ। আমি তখন কিউই ভুলে গিয়েছি। শেষমেশ হঠাৎ হুঁশ ফিরল আমার, তখন সংলাপ বললাম। পরিচালক বললেন, আর একটু হলেই নষ্ট হত শটটা।'
আরও পড়ুন: Narottam Mishra: 'নাসিরুদ্দীন, শাবানা, জাভেদরা টুকরে টুকরে গ্যাং-র সদস্য', বিস্ফোরক বিজেপি মন্ত্রী
কোয়েল বলছেন, 'আমি তারপর থেকে নাক কান মলেছিলাম। প্রকৃতিপ্রেম ঠিক আছে কিন্তু শ্যুটিংও তো আমার প্রেম। সেখানে মন না দিয়ে প্রকৃতি প্রেমে ডুবে যাওয়া নেহাত ছোট বিষয় নয়।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)