Lock Upp: ইন্ডাস্ট্রিতে তুষার কপূর আমার সবচেয়ে বড় সমর্থক: কঙ্গনা রানাউত
Lock Upp: 'আমি এটা বলতে চাই, এই ইন্ডাস্ট্রিতে তুষারের চেয়ে বড় সমর্থক আমার নেই। এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি আমাকে এতটা সমর্থন করেন। এটা অবিশ্বাস্য।'
নয়াদিল্লি: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত 'লক আপ' (Lock Upp) এখন জনপ্রিয়তার তুঙ্গে। আর সেখানেই অভিনেত্রী বললেন 'বলিউড ইন্ডাস্ট্রিতে তুষার কপূর (Tusshar Kapoor) তাঁর সবচেয়ে বড় সমর্থক'। অনুষ্ঠানে এদিন অভিনেতাকে স্বাগত জানিয়ে এমনই বললেন কঙ্গনা।
'লক আপ' অনুষ্ঠানে তুষার ও একতা
'লক আপ' অনুষ্ঠানের ৩০০ মিলিয়ন ভিউজ উদযাপন করার জন্য এদিন হাজির হয়েছিলেন তুষার কপূর ও তাঁর দিদি একতা কপূর। একতা এই অনুষ্ঠানের প্রযোজকও বটে। একইসঙ্গে এদিন 'অল্ট বালাজি'র (Alt Balaji) পঞ্চম বার্ষিকীও উদযাপন করেন তাঁরা।
তুষার এদিন অনুষ্ঠানের জেলে ঢুকে সব প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন। একতা তাঁকে 'তুশকি' বলে সম্বোধন করছিলেন এবং শো-তে তাঁকে স্বাগত জানানোয় তুষার বলেন, 'আমি জানতাম মন্দানা দুষ্টু। কিন্তু এখানে এসে, আমার মনে হচ্ছে আমি মাদাম তুসোয় আছি এবং মূর্তিগুলো সব জীবন্ত হয়ে উঠেছে।'
View this post on Instagram
কঙ্গনা রানাউত এদিন তুষারকে বলেন, 'ধন্যবাদ। তোমার সঙ্গে কথা বলার অপেক্ষায় ছিলাম এবং একতাকে আমার অনুষ্ঠানে পাওয়ার দিন গুনছিলাম।' তুষার বলেন, 'আপনি আমার অন্যতম পছন্দের। আমি সবসময়ই ওঁর সিনেমা দেখার পর ট্যুইট করি।'
আরও পড়ুন: Aparajito: সাদা কালো টিজার জুড়ে নস্ট্যালজিয়া, 'অপরাজিত' -র প্রথম ঝলকে জিতুকে দেখে মুগ্ধ নেটিজেনরা
উত্তরে কঙ্গনা হেসে বলেন, 'আমি এটা বলতে চাই, এই ইন্ডাস্ট্রিতে তুষারের চেয়ে বড় সমর্থক আমার নেই। এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি আমাকে এতটা সমর্থন করেন। এটা অবিশ্বাস্য। এমনকি যে সব ধরনের লড়াই হয় আমার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের এবং সেখানেও তুষারই প্রথম যিনি আমাকে সমর্থন করেছেন।' তুষার হাত জোড় করে কঙ্গনাকে ধন্যবাদ জানিয়ে বললেন, 'কী মিষ্টি!'
এদিন অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে বেশ কিছু গেম খেলেন তুষার কপূর। নিজের নতুন বই নিয়েও কিছু কথা বলেন। বইয়ের নাম 'ব্যাচেলার ড্যাড'।