Mahishasur Marddini: বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত রঞ্জন ঘোষ পরিচালিত, ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রতর 'মহিষাসুর মর্দিনী'
ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় অভিনীত পরিচালক রঞ্জন ঘোষের ছবি 'মহিষাসুর মর্দিনী' মনোনীত হল ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
কলকাতা: ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত পরিচালক রঞ্জন ঘোষের (Ranjan Ghosh) ছবি 'মহিষাসুর মর্দিনী' মনোনীত হল ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই উৎসবের এশিয়ান সিনেমা প্রতিযোগিতার বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। রান, ইসরাইল, জাপান, চীন, ফিলিপাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ভারতের মোট ১৩টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে এই ছবিটি।
১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Bengaluru International Film Festival), এবছর অনুষ্ঠিত হবে ৩ থেকে ১০ মার্চ পর্যন্ত ৷ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রডিউসারস অ্যাসোসিয়েশন (FIAPF) দ্বারা স্বীকৃত ভারতের পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে BIFFES একটি। যুগ যুগ ধরে যে অন্যায় নারীদের সঙ্গে হয়ে আসছে, এবং যা আজও অব্যাহত, সেই গল্পই বলেছে 'মহিষাসুর মর্দিনী'। 'মহিষাসুর মর্দিনী' হল নারীদের কাছে সেই ভুলগুলির জন্য ক্ষমাপ্রার্থী একটি চিঠি। গোটা ছবিটি মাত্র একটি লোকেশনের সেটে শ্যুট করা হয়েছে এবং এটি একটি রাতের গল্প।
আরও পড়ুন: Aparajita Adhya: জন্মদিনে বিশেষ উপহার, 'বেলাশুরু' ছবিতে অপরাজিতার লুক প্রকাশ
এই ছবির সৌজন্যেই প্রথমবার পর্দা ভাগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়। ছবির সাফল্য নিয়ে খুশি পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরাও। পরিচালক রঞ্জন ঘোষ বলছেন, 'অবশ্যই এই সাফল্যে আমরা ভীষণ খুশি। ছবিটি ভারতের বিভিন্ন প্রদেশের ছবির সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত তা আমরা জানতাম। কিন্তু এশিয়া সিনেমা কম্পিটিশন বিভাগের অন্তর্ভূক্ত হয়েছে ছবিটি। এই সাফল্য আশাতীত। কোভিডের ৩টে ঢেউয়ের সঙ্গে লড়াই করে আমরা এই ছবিটির কাজ করেছি এবং অবশেষে মুক্তি পেয়েছে এটি।'
শ্রীতমা দে, অরিয়ুন ঘোষ, অরুণিমা হালদার, অভ্যুদয় দে, কৌশিক কর, সাহেব ভট্টাচার্য এবং পৌলোমী দাস। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ দে, সম্পাদনা অমিত পালের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ কুন্ডু। এই ছবিটি তৈরি হয়েছে পবন কানোদিয়ার প্রযোজনায় এবং AVA ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এই সুযোগটা পেয়েছি। আমি বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাছে কৃতজ্ঞ।'