Mirzapur Season 3: ঝরবে রক্ত, হবে গদির লড়াই, 'মির্জাপুর সিজন ৩'-এ মুখোমুখি গুড্ডু পণ্ডিত ও কালীন ভাইয়া
Mirzapur Season 3 Trailer: মুক্তিপ্রাপ্ত ট্রেলারের একেবারে শেষে কয়েক ঝলক দেখা মেলে কালীন ভাইয়া ওরফে পঙ্কজ ত্রিপাঠি। নিজের রাজত্ব রক্ষা করতে কোন নয়া ভূমিকায় দেখা যাবে তাঁকে?
নয়াদিল্লি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানের পর এবার ফিরছে 'মির্জাপুর ৩' (Mirzapur 3)। অবশেষে প্রকাশ্যে এল সিরিজের ট্রেলারও। পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), আলি ফজল (Ali Fazal), শ্বেতা ত্রিপাঠি (Shweta Tripathi) ফের স্বমহিমায় ফিরছেন তাঁদের পুরনো চরিত্রেই। গদির লড়াই নেবে নতুন মোড়।
কে সর্বেসর্বা? সিংহাসনের লড়াইয়ে কে জিতবে? প্রকাশ্যে 'মির্জাপুর ৩' ট্রেলার
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াই, 'মির্জাপুর ৩'-র ট্রেলারে পরতে পরতে মিলল এসবই। জনপ্রিয় এই সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে আলি ফজল অভিনীত গুড্ডু পণ্ডিত পূর্বাঞ্চলের শীর্ষস্থানে পৌঁছতে চাইছে। পঙ্কজ ত্রিপাঠির কালীন ভাইয়াকে সরিয়ে সকলের ওপরে রাজত্ব করতে চায় গুড্ডু। তাকে সাহায্য করতে হাজির শ্বেতা ত্রিপাঠি এবং কালীন ভাইয়ার স্ত্রী, যে চরিত্রে দেখা যায় রসিকা দুগ্গলকে। গুড্ডুর সংলাপেই বোঝা যায় যে হিংসা-মারপিট করেই সবটা আদায় করতে জানে সে।
'মির্জাপুর ৩' এর আগের দু'টি সিজনের সেই থ্রিলিং গল্প বলার ধরণ, এবং রক্তপাত মারপিট সবটাই চলবে এবারেও। ক্ষমতার লোভ যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার উদাহরণ এই সিরিজ। নতুন সিজন আগেরগুলোর থেকেও কয়েক ধাপ এগিয়ে হবে বলে আশা নির্মাতাদের। গল্প নতুন ও আকর্ষণীয় মোড় নেবে বলে আশা অনুরাগীদের।
View this post on Instagram
মুক্তিপ্রাপ্ত ট্রেলারের একেবারে শেষে কয়েক ঝলক দেখা মেলে কালীন ভাইয়া ওরফে পঙ্কজ ত্রিপাঠি। নিজের রাজত্ব রক্ষা করতে কোন নয়া ভূমিকায় দেখা যাবে তাঁকে? ট্রেলারে অনুরাগীদের প্রশংসার বন্যা। সকলেই বুঁদ পঙ্কজে! কেউ লিখলেন, 'কালীন ভাইয়া এলেন এবং ট্রেলারে মন জয় করে নিলেন'। অপর একজন লেখেন, 'শেষ ১০ সেকেন্ডে কালীন ভাইয়া গোটা ট্রেলারের থেকে ওজনে ভারী'। আবার একজন লেখেন, 'কালীন ভাইয়ার জন্য কেবল ১০ সেকেন্ডই যথেষ্ট'।
'মির্জাপুর' সিরিজের মুখ্য চরিত্র অখণ্ডনন্দ ত্রিপাঠি ওরফে কালীন ভাইয়ার চরিত্রে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠিকে। মাফিয়া ডন কালীন ভাইয়া মির্জাপুরের হর্তাকর্তা বিধাতা। এই সিরিজে যেভাবে একাধিক অপরাধ ও খুন জখমকে তুলে ধরা হয়েছে, আন্ডারওয়ার্ল্ড কার্যকলাপ দেখানো হয়েছে তা আকর্ষণ করেছে দর্শককে। ১০ পর্বের নয়া সিজন মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয় আগামী ৫ জুলাই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।