Music Album: সুরের ধর্ম নেই.. ১৮ জন শিল্পীকে নিয়ে নতুন মিউজিক অ্যালবামে ভালবাসার বার্তা দিলেন অরিন্দম
New Music Album: অরিন্দম রায়ের কথায় ও অনুরাগ চট্টোপাধ্যায়ের সুরে তৈরী হয়েছে নতুন এই গান। জাতি, ধর্ম বর্ণ বিভাজনের উর্ধ্বে গিয়ে একটি সামগ্রিক ভাবধারাকে তুলে ধরবে এই মিউজিক ভিডিও।
কলকাতা: গানের সুর যেন ম্যাজিক জানে। সে ছুঁয়ে যায় সব মানুষকে.. জাতি, ধর্ম নির্বিশেষে। আর সেই ভাবনাকে মাথায় রেখেই আন্তর্জাতিক সঙ্গীত দিবসে ( World Music Day)-তে মুক্তি পেল নতুন মিউজিক অ্যালবাম, 'সুরের ধর্ম'। অরিন্দম রায়ের কথায় ও অনুরাগ চট্টোপাধ্যায়ের সুরে তৈরী হয়েছে নতুন এই গান। জাতি, ধর্ম বর্ণ বিভাজনের উর্ধ্বে গিয়ে একটি সামগ্রিক ভাবধারাকে তুলে ধরবে এই মিউজিক ভিডিও।
এই মিউজিক ভিডিওটির মিউজিক ডিজাইন করেছেন শুভজিৎ রায় ওরফে টুবাই। একটি প্রথম সারির চ্যানেলেন রিয়্যালিটি শো 'সা রে গা মা পা'-এর, ২০২০-২১ সিজনের ১৮ জন শিল্পী মিলে গেয়েছেন এই গান। এদের মধ্যে রয়েছেন কৃষ্ণকলি সাহা, নীহারিকা নাথ, রাহুল সিনহা, রক্তিম চৌধুরী, সায়ন্তন অধিকারী, সোনালী বন্দ্যোপাধ্যায়, অনুরাগ চট্টোপাধ্যায়, তমজিৎ বোস, জ্যোতি শর্মা, সমদীপ্তা মুখার্জী, অর্পিতা চক্রবর্তী, অমিত তালুকদার, সৌম্যদীপ সরকার, অর্কদীপ মিশ্র, দেবরূপ রাহা, বিদীপ্তা চক্রবর্তী, অদিতি চক্রবর্তী, অভিষেক নট্টের কন্ঠে শোনা যাবে এই গান।
'জি মিউজিক বাংলা'-র (Zee Bangla Music) ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেল এই গান। মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), শ্রীকান্ত আচার্য্য (Srikantya Acharya), জয় সরকার (Joy Sarkar), রথীজিৎ ভট্টাচার্য্য (Rathijit Bhattacharyya), শ্রেয়া ভট্টাচার্য্য (Shreya Bhattacharyya), অদিতি মুন্সী (Aditi Munshi) সহ আরো অনেকে।
এই মিউজিক ভিডিও সম্পর্কে অরিন্দম বলছেন, 'জি বাংলা 'সা রে গা মা পা'- এর এতজন শিল্পীকে একত্রিত করে গানটা তৈরী করা সহজ ছিল না। আমি সব সময় চাই নতুন প্রজন্মের প্রতিভাদের এগিয়ে রাখতে, তাদের উৎসাহ দিতে, তার জন্যই আমাদের এই প্রয়াস। আমরা যারা সুরের মানুষ, তাদেরও ধর্মীয় বিভাজন কখনও বিচলিত করে তুলতে পারে না বলেই আমার বিশ্বাস। আশা করি এই মিউজিক ভিডিও সকলের ভাল লাগবে।'
গানটির সঙ্গে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেছেন, সোনালী বন্দ্যোপাধ্যায় এবং অনুরাগ চট্টোপাধ্যায়, অভিষেক নট্ট, রাহুল সিংহ, তমজিৎ বোস ও অর্কদীপ মিশ্র। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিওটি। উপস্থিত কলাকুশলীরা সবাই প্রশংসা করেছেন এই গানটির।
আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?
আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?