Neel Trina: ব্যাংককে শ্যুটিংয়ে ব্যস্ত নীল, তৃণার ঘরে এল নতুন সদস্য
Neel Trina News: সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করে নিয়েছেন তৃণা। সেখানে তিনি আদরে আদরে ভরিয়ে তুলেছেন তাঁর নতুন সারমেয় পোষ্যকে
কলকাতা: তাঁদের নাকি সম্পর্কে চিড় ধরেছে? টলিপাড়ায় এই গুঞ্জন শোনা গিয়েছিল বটে, তবে দোলের দিন তাঁদের একসঙ্গে দেওয়া রঙিন ছবি নস্যাৎ করেছিল সেই গুঞ্জন। একাধিক সাক্ষাৎকারেও বিচ্ছেদের গুঞ্জন উড়িয়েছেন তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)। আপাতত নীল ব্যস্ত ব্যাংককে, ধারাবাহিকের শ্যুটিংয়ে। আর ইতিমধ্যেই নতুন সদস্য এল তৃণার বাড়িতে!
সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করে নিয়েছেন তৃণা। সেখানে তিনি আদরে আদরে ভরিয়ে তুলেছেন তাঁর নতুন সারমেয় পোষ্যকে। ধবধবে সাদা, সুন্দর এই পোষ্য তৃণার পরিবারের নতুন সদস্য, নাম 'চিনি'। সোশ্যাল মিডিয়ায় তৃণা ৩টি ছবি শেয়ার করে লিখেছেন, 'আলাপ করুন আমার হৃদয়ের টুকরোর সঙ্গে, চিনি।'
তৃণার পোস্টে বন্ধু অঙ্কুশ হাজরার (Ankush Hazra) মন্তব্য, 'আরে.. কনগ্রাচুলেশন। নিয়ে আয় একদিন।' পাল্টা তৃণার মন্তব্য, 'একদম। তোকে আর ঐন্দ্রিলাকে অনেক ধন্যবাদ।' এর উত্তরে আবার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) লেখেন, 'সবথেকে বেশি অধিকার আমার কিন্তু।' উত্তরে তৃণা লেখেন, 'একদম বেবি, তোর জন্যই তো এল।' প্রসঙ্গত, কাজের বাইরেও নীল-তৃণার সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক অঙ্কুশ-ঐন্দ্রিলার।
View this post on Instagram
তৃণার ছবিতে এখনও কোনও মন্তব্য করেননি নীল। কাজের প্রসঙ্গে, এখন বালিঝড় ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করছেন তৃণা। অন্যদিকে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে নীলকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন তিয়াসা। 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস এই ধারাবাহিক নিয়ে বলছেন, 'বাংলা মিডিয়াম এমন একটি মেয়ের গল্প, যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে। তবে তার অর্থ এমন নয় যে সে ইংরাজি ভাষাটাকে পছন্দ করে না বা ঘেন্না করে। সে ইংরাজিতে সড়গড় নয়। এই সমস্যা বাংলা মিডিয়ামে পড়া প্রায় সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যেই দেখা যায়। বাংলা মিডিয়ামে পড়লে অনেকের মধ্যেই একটা আত্মবিশ্বাসের অভাব কাজ করে যে বিশেষ কোনও জায়গায় গিয়ে হয়তো সঠিকভাবে কথা বলা যাবে না। কিন্তু এই গল্প এমন একটি মেয়ের যে বাংলা মিডিয়ামে পড়ে, ইংরাজির ওপর নির্ভর না করেই নিজের বুদ্ধি দিয়ে সমস্ত পরিস্থিতি কাটিয়ে ওঠে, জয়ী হয়ে ফেরে। উপস্থিত বুদ্ধি, মেধা সবই তার রয়েছে, কোনও লড়াইতেই সে পিছিয়ে নেই। এই ধারাবাহিকটা পরিকল্পনা করা হয়েছিল এই কারণেই যাতে অনেক বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাস ফিরে পান। তবে কেবল ভাষার গল্প নয়, এই ধারাবাহিকে রয়েছে প্রেমের গল্পও। গল্পের নায়িকা ইন্দিরা বাংলা মিডিয়ামের ছাত্রী বলে তাঁকে প্রথমে বিয়ে করতে চাননি গল্পের নায়ক বিক্রম। বাংলা মিডিয়ামে পড়া মেয়ের সঙ্গে তাঁর মিলবে না এই কারণেই বিয়েতে আপত্তি ছিল তাঁর। কিন্তু ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে তারা। এরপরেই ব্যাংকক সফর।'