Mrs Chatterjee Vs Norway: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি 'কল্পনার সৃষ্টি', দাবি নরওয়ের রাষ্ট্রদূতের, প্রতিক্রিয়া প্রযোজকের
Norway Ambassador: রানি মুখোপাধ্যায় অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ছবি। সাগরিকা চক্রবর্তীর জীবনে ঘটে যাওয়া ঘটনার ওপর ভিত্তি করেই এই ছবি তৈরি।
নয়াদিল্লি: ভারতে নরওয়ের রাষ্ট্রদূত (Norway's ambassador to India) হানস ইয়াকুব ফ্রাইডুলুন্ড (Hans Jacob Frydenlund), শুক্রবার দাবি করেন, নতুন ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) আসলে 'কল্পনার সৃষ্টি' (work of fiction)। তাঁর কথায় এই ছবি বাস্তবচিত্র তুলে ধরে না। অফিসিয়াল ট্যুইট করে তিনি বলেন, 'এটি (এই ছবিটি) ভুলভাবে পারিবারিক জীবনে নরওয়ের বিশ্বাস এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধাকে চিত্রিত করে।'
কী বললেন হানস ইয়াকুব?
গতকাল নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করে হানস ইয়াকুব লেখেন, 'শিশু কল্যাণ একটি মহান দায়িত্বের বিষয়, এটি অর্থপ্রদান বা লাভ দ্বারা অনুপ্রাণিত হয় না।'
প্রসঙ্গত, রানি মুখোপাধ্যায় অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ছবি। সাগরিকা চক্রবর্তীর জীবনে ঘটে যাওয়া ঘটনার ওপর ভিত্তি করেই এই ছবি তৈরি। ২০১১ সালে নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিসেসের দ্বারা তাঁরা সন্তানদের নিয়ে চলে যাওয়া হয়। এই ছবি একজন অভিবাসী ভারতীয় মায়ের নরওয়েজিয়ান 'ফস্টার কেয়ার সিস্টেম' এবং স্থানীয় আইনি প্রথার বিরুদ্ধে নিজের সন্তানদের হেফাজত ফিরে পাওয়ার জন্য যুদ্ধের গল্প বর্ণনা করে।
এই ছবি মুক্তি পাওয়ার পর একপ্রকার ক্ষোভ উগড়ে দেন নরওয়ের রাষ্ট্রদূত। তিনি লেখেন, 'এই সিনেমা, দুর্ভাগ্যবশত, বাস্তবগত ভুল চিত্রিত করেছে' এবং তাঁর মতে এই ছবি 'ঘটনার কাল্পনিক উপস্থাপনা'। নরওয়ের শিশু কল্যাণ প্রথার পক্ষে বলতে গিয়ে তিনি বলেন, নরওয়েতে শিশু কল্যাণের মৌলিক নীতি হল শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষা করা। তাই তাঁর কথায়, 'সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হলেও এই ছবি একটি কাল্পনিক সৃষ্টি। যে ঘটনার কথা বলা হচ্ছে তা প্রায় এক দশক আগে মীমাংসা করে ফেলা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ ও সকল পক্ষের সঙ্গে করা চুক্তির ভিত্তিতে।'
My Op-Ed in @IndianExpress today about the film #MrsChatterjeeVsNorway. It incorrectly depicts Norway’s belief in family life and our respect for different cultures. Child welfare is a matter of great responsibility, never motivated by payments or profit. #Norwaycares pic.twitter.com/FpVWmdLv5h
— Ambassador Hans Jacob Frydenlund (@NorwayAmbIndia) March 17, 2023
তবে হানস ইয়াকুবের রিভিউর পর, ছবির প্রযোজক নিখিল আডবাণী জানান ছবির স্ক্রিনিংয়ে ঠিক কী ঘটে যেখানে রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। ট্যুইটারে নিখিল লেখেন, 'অতিথি নারায়ণ! ভারতে এটি একপ্রকার সাংস্কৃতিক আদেশ। প্রত্যেক ভারতীয়কে গুরুজনেরা এটাই শেখান। গতকাল সন্ধ্যায় আমরা নরওয়ের রাষ্ট্রদূতকে আমাদের সিনেমা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাই। স্ক্রিনিংয়ের পর আমি চুপচাপ বসে তাঁকে দেখছিলাম দুই শক্তিশালী মহিলাকে উপদেশ দিতে যাঁরা এই প্রয়োজনীয় গল্প বলতে চেয়েছেন। আমি চুপচাপ ছিলাম কারণ সাগরিকা চক্রবর্তীর মতো এই দুই নারীরও লড়াই করার জন্য আমার প্রয়োজন ছিল না এবং অতিথিদের অপমান করা আমাদের 'সংস্কৃতি' বিরুদ্ধ। ঘটনা স্পষ্ট করার জন্য ভিডিও রইল।' পোস্টের সঙ্গে অ্যাটাচ করা ভিডিওয় ওই মা-কে বলতে শোনা যায়, 'আজ কাগজে নরওয়ের রাষ্ট্রদূতের মিথ্যা বক্তব্যের নিন্দা করছি।'
#DeshKaMatter https://t.co/wq4LmOP2Zc pic.twitter.com/sXIOAK09el
— Nikkhil Advani (@nikkhiladvani) March 17, 2023
তিনি অভিযোগ করেন যে নরওয়ের সরকার তাঁর ও তাঁর শিশুদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার এ বিষয়ে আজ পর্যন্ত কোনও ক্ষমা চায়নি। 'তারা আমার জীবন ধ্বংস করেছে, আমার বাচ্চাদের এবং আমাকে আঘাত করেছে,' ভিডিওতে বলেন।
আরও পড়ুন: Satyam Bhattacharyya: 'রক্তবীজ'-এর শ্যুটিং ফ্লোরেই 'রাজা বাহাদুর'-এর জন্মদিন পালন, প্রকাশ্যে ভিডিও
সাগরিকার বই 'দ্য জার্নি অফ এ মাদার'-এর ওপর নির্ভর করে অসীমা চিব্বর এই ছবি তৈরি করেছেন। ছবিতে রানি ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সার্ব প্রমুখ।