Nushrratt Bharuccha: যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েলে গিয়ে বিপাকে নুসরত ভারুচা, ঠিক কী ঘটেছিল?
Nushrratt Bharuccha News: হঠাৎ ইজরায়েলের তরফে যুদ্ধ ঘোষণা হওয়া সেখানেই আটকে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর ফোনও বন্ধ ছিল। যোগাযোগ করা যাচ্ছিল না নুসরতের সঙ্গে।
কলকাতা: যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েলে বিপাকে বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)! হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী, আর হঠাৎ ইজরায়েলের তরফে যুদ্ধ ঘোষণা হওয়া সেখানেই আটকে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর ফোনও বন্ধ ছিল। যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে। অবশেষে চিন্তার মেঘ কাটিয়ে অভিনেত্রীর সহকারী জানিয়েছেন, ভারতে ফিরছেন তিনি।
সূত্রের খবর, ৩৯তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে ইজরায়েলে গিয়েছিলেন নুসরত। প্যালেস্টাইনের (Palestine) জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে (Israel) লক্ষ্য করে ২০ মিনিটে পর পর রকেট (Rocket) হামলায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। হামাস বাহিনীর হামলাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। গাজা (Gaza) ভূখণ্ড নিয়ে ফের দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। নুসরত ইজরায়েল যাওয়ার আগে কল্পনাও করতে পারেননি, তাঁকে এই পরিস্থিতিতে পড়তে হবে।
জানা যাচ্ছে, ৩৯তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপদে পড়েছিলেন নুসরত ভারুচা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সাময়িকভাবে তিনি একটি বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন। এই খবর সংবাদমাধ্যকে জানিয়েছিলেন তাঁর টিমেরই এক সদস্য। এরপরে সেই সদস্যই জানান, বর্তমানে অভিনেত্রীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি সুস্থ আছেন ও সঠিকভাবেই তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
ইসরায়েলের দাবি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেটের ব্যারেজ ছুঁড়েছে হামাস। ইসরায়েলে রকেট হামলার পর দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানও ঘোষণা করেছে হামাস। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মহম্মদ দেইফ এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের অভিযান ঘোষণা করছি।
এরপরই দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইজরায়েল। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে, শীঘ্রই উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। আরও জানানো হয়েছে, এই যুদ্ধে জয়ী হবে ইজরায়েলই।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ হয়নি। এরই মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল ইজরায়েল ও প্যালেস্তাইন! গাজা, জেরুজালেম-সহ আশেপাশের এলাকায় রীতিমতো যুদ্ধের আবহ। ইজরায়েলি প্রশাসনের অভিযোগ, তাদের ভূখণ্ডকে টার্গেট করে ৫ হাজারের বেশি রকেট বর্ষণ করেছে হামাস গোষ্ঠী। মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। আহত শতাধিক। হামলার নিন্দা করে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত ও আমেরিকা। শনিবার দিনের আলো ফুটতেই, হঠাৎ ইজরায়েলের রাজধানী জেরুজালেম এবং আশেপাশের এলাকা জুড়ে শুরু হয়ে যায় অবিরাম রকেট হামলা। অভিযোগ, ওঠে প্যালেস্তাইনের মদতপুষ্ট হামাস বাহিনী রয়েছে এই হামলার নেপথ্যে।