Prabhas: কেন এখনও বিয়ে করেননি প্রভাস? অবশেষে জানা গেল কারণ
ই ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এই ছবিতে তাঁর একটি ডায়লগ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ভালোবাসা নিয়ে তাঁর অনুমান সবক্ষেত্রে ঠিক নাও হতে পারে।
![Prabhas: কেন এখনও বিয়ে করেননি প্রভাস? অবশেষে জানা গেল কারণ Prabhas Reveals Why He Isn't Married Yet At Radhe Shyam Trailer Launch Prabhas: কেন এখনও বিয়ে করেননি প্রভাস? অবশেষে জানা গেল কারণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/8afeacfdd96e45fd57c84de9447f30b7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কখনও দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তো কখনও অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে 'বাহুবলী' অভিনেতা প্রভাসের (Prabhas)। অনেক সময়ই শোনা গিয়েছে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন প্রভাস ও অনুষ্কা শেট্টি। কিন্তু তাঁরা দুজনেই বরাবর জানিয়েছেন যে তাঁরা শুধুমাত্রই খুব ভালো বন্ধু। জানা যায়, 'বাহুবলী' মুক্তি পাওয়ার পর বহু প্রেম ও বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। কিন্তু এত কিছুর পরও কেন এখনও বিয়ে করেননি অভিনেতা? আগামী ছবি 'রাধে শ্যাম'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
গতকাল মুক্তি পায় 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার। সেই উপলক্ষেই সাংবাদিকদের সামনে হাজির ছিলেন অভিনেতা প্রভাস, পূজা হেগড়ে এবং ছবির অন্যান্যরা। সেখানেই এক সাংবাদিক প্রভাসকে প্রশ্ন করেন যে, কেন তিনি এখনও বিয়ে করেননি বা কেন তাঁর প্রেমিকার কোনও খবর পাওয়া যায় না। প্রসঙ্গত, এই ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এই ছবিতে তাঁর একটি ডায়লগ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ভালোবাসা নিয়ে তাঁর অনুমান সবক্ষেত্রে ঠিক নাও হতে পারে। এই সূত্র ধরেই প্রভাস উত্তরে বলেন, 'ভালোবাসা নিয়ে আমার অনুমান সবসময় ভুল হয়েছে। তাই আজও আমি অবিবাহিত।'
আরও পড়ুন - Mimi Chakraborty: লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছেন মিমি চক্রবর্তী? রইল ভিডিও
প্রসঙ্গত, 'রাধে শ্যাম' ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে 'রাহুবলী' খ্যাত প্রভাসকে। আর এর জন্য মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলের সামনে বিনামূল্যে হাত দেখার বুথ বসিয়েছেন নির্মাতারা। জানা গিয়েছে, বহু এই প্রতীক্ষিত ছবির মুক্তি নিয়ে অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকেরা। এবার উৎসাহী দর্শকের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিল 'রাধে শ্যাম' নির্মাতারা। জানা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলগুলির সামনে ইতিমধ্যেই বসেছে বিনামূল্যে হাত দেখানোর বুথ। দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন সিনেমা হলের সামনে তৈরি হওয়া জ্যোতিষ বুথে থাকছেন হস্তরেখাবিদরা। যাঁরা বিনামূল্যে উৎসাহী ব্যক্তিদের হাত দেখছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)