Puja 2022: পুজো মানেই সাবেকি পোশাকে অঞ্জলী আর কলকাতা, পরিকল্পনায় নীল, অলিভিয়া, মধুরিমা
Puja 2022 Update: পুজোয় কী করবেন নীল, অলিভিয়া, মধুরিমা? এবিপি লাইভকে জানালেন তিন তারকা
কলকাতা: হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই নতুন পোশাকে সেজে ওঠার উৎসব। বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো। আর সেই উৎসবের আগেই ফটোশ্যুট সারলেন টলিউডের তিন চেনা মুখ। নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya), অলিভিয়া সরকার (Alivia Sarkar) ও মধুরিমা বসাক (Madhurima Bosak)। অমল দাসের পরিচালনায় বিভিন্ন পোশাকে ধরা দিলেন তিন তারকা।
পাঞ্জাবি আর জওহর কোটের সাবেকি সাজে ধরা দিলেন নীল ভট্টাচার্য্য। ইতিমধ্যে পুজোর পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। এবিপি লাইভকে নীল জানালেন, সারা বছর ডায়েট করলেও পুজোর সময় ডায়েট ভোলেন তিনি। কবজি ডুবিয়ে পুজোয় খাওয়াই নীলের প্রথম পরিকল্পনা। অষ্টমীর দিনে লাল পোশাক পরতেই ভালোবাসেন নীল। আর পুজোয় পুষ্পাঞ্জলী দেওয়া চাইই চাই অভিনেতার। সেইসঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা তো রয়েছেই।
View this post on Instagram
আরও পড়ুন: Parambrata Exclusive: অভিনেত্রী শুভশ্রীকে দশের মধ্যে নয় দেব: পরমব্রত
লাল শাড়িতে মোহময়ী অলিভিয়া সরকারও। এবিপি লাইভকে অলিভিয়া বলছেন, 'আমার কাছে পুজো মানেই কলকাতা। এই সময়টা কলকাতার বাইরে কোথাও থাকতে ইচ্ছা করে না। মহালয়া থেকেই যেন মনে হয় পুজো শুরু, শহর সেজে ওঠে। আলাদা একটা আনন্দের অনুভূতি হয়। আর পুজোর সময় ডায়েট ভুলে খাওয়া দাওয়া তো থাকছেই।'
View this post on Instagram
সাবেক ছেড়ে একটু অন্যরকম পোশাকে সেজেছিলেন অভিনেত্রী মধুরিমা বসাক। কালো লেদারের ছোট ঝুলের পোশাকে তিনি যেমন অনন্যা, তেমনই আকর্ষণীয়। মধুরিমার মতে, স্রোতে গা না ভাসিয়ে তিনি একটু অন্যরকম পোশাক পরতেই পছন্দ করেন। বাদ যায় না পুজোও। সেই সময়ও সবার থেকে আলাদা পোশাক পরতেই ভালোবাসেন তিনি। তবে পুজোর সময় শাড়িই মধুরিমার সবচেয়ে প্রিয়। এবিপি লাইভকে মধুরিমা বললেন, 'শাড়ি পরে অঞ্জলি দেওয়ার আনন্দই আলাদা।'
View this post on Instagram