এক্সপ্লোর
বিজ্ঞাপন বিতর্ক: টুইটারে ঝামেলা সোনম কপূর ও অভয় দেওলের

মুম্বই: ফেয়ারনেস ক্রিমের বিরুদ্ধে অভয় দেওল মুখ খোলায় চটেছেন সোনম কপূর। অভয়ের তুতো বোন এষা দেওল একটি ফেয়ারনেস ক্রিমের হয়ে মডেলিং করেছিলেন। সেই ছবি টুইটারে পোস্ট করে এ নিয়ে অভয়ের মতামত জানতে চেয়েছেন তিনি। সোনম লিখেছেন
কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি অভয়। বলেছেন, এটাও ভুল অবশ্যই। আমার মত জানতে হলে আমার পোস্ট পড়।
নীরজার অভিনেত্রী ততক্ষণে বুঝেছেন, নিজের কাজের সাফাই গাইতে আর এক অভিনেত্রীর নাম টেনে এনে ঠিক করেননি তিনি। টুইটারেও শুরু হয় তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড়। তাই টুইটটি ডিলিট করে দেন তিনি। পরে টুইট করেন, ওই বিজ্ঞাপন তিনি করেছিলেন ১০ বছর আগে, এর নিহিতার্থ সম্পর্কে তাঁর ধারণা ছিল না।
জবাবে অভয় লেখেন
কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি অভয়। বলেছেন, এটাও ভুল অবশ্যই। আমার মত জানতে হলে আমার পোস্ট পড়।
নীরজার অভিনেত্রী ততক্ষণে বুঝেছেন, নিজের কাজের সাফাই গাইতে আর এক অভিনেত্রীর নাম টেনে এনে ঠিক করেননি তিনি। টুইটারেও শুরু হয় তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড়। তাই টুইটটি ডিলিট করে দেন তিনি। পরে টুইট করেন, ওই বিজ্ঞাপন তিনি করেছিলেন ১০ বছর আগে, এর নিহিতার্থ সম্পর্কে তাঁর ধারণা ছিল না।
জবাবে অভয় লেখেন
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















