মলদ্বীপের সমুদ্রতটে ঘনিষ্ঠ রাজ-শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি
এই প্রথমবার বিদেশে পাড়ি দিল ইউভান। আর একরত্তির হাত ধরে মা হওয়ার পর প্রথম মলদ্বীপ সফরে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গী স্বামী রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভরে উঠল 'রাজশ্রী'-র মলদ্বীপ ডায়েরিতে।
কলকাতা: এই প্রথমবার বিদেশে পাড়ি দিল ইউভান। আর একরত্তির হাত ধরে মা হওয়ার পর প্রথম মলদ্বীপ সফরে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গী স্বামী রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভরে উঠল 'রাজশ্রী'-র মলদ্বীপ ডায়েরিতে।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি। আজ সকালেও সোশ্যাল মিডিয়ায় রোদমাখা একটি ছবি আপলোড করেছেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় কাটাচ্ছেন তিনি। কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছেন রাজ। একদিকে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়। একরত্তি ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন সময় কাটাতে। সম্ভবত জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন শুভশ্রী, একদিকে কাজ অন্যদিকে পরিবার, সব মিলিয়ে নায়িকা এখন ভীষণ ভীষণ খুশি।
কখনও নীল সমুদ্রের ধারে অবাক ইউভান, আবার কখনও মায়ের সঙ্গে মিরর সিলফি, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মলদ্বীপের ছবিতে। সুন্দর কটেজে ইউভানের ছবি নিয়ে অনুরাগীদের শুপ্রভাত জানিয়েছিলেন শুভশ্রী। অনুরাগীরাও তাঁদের ভ্রমণের ছবিতে উপচে দিয়েছেন ভালোবাসা।
কেবল ইউভান নয়, প্রকাশ্যে এসেছে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও। সমুদ্রসৈকতে রাজের হাতের ওপর মাথা রেখে শুয়ে রয়েছেন শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেচেন নায়িকা নিজেই।
সম্প্রতি প্রকাশ পেয়েছে দুর্গারুপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। সেখানে কখনও তিনি মমতাময়ী আবার কখনও রুদ্ররুপী। মহালয়ার দিন জি বাংলার 'নানা রুপে মহামায়া' অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করবেন টলিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কেবল শুভশ্রী নয়, এই অনুষ্ঠানে তুলে ধরা হবে দুর্গার বিভিন্ন রুপকে। শ্বেতা, শ্রীপর্ণা, সুমিতা সহ একাধিক অভিনেত্রীরা সেজে উঠবেন বিভিন্ন রুপে। প্রকাশ্যে এসেছে তাঁদের সবার লুকও। নিজ নিজ ভূমিকায় নজর কাড়ছেন প্রত্যেকেই। এর আগেও মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে মা হওয়ার পর এই চরিত্রে প্রথম অভিনয় করছেন তিনি। আদ্যাশক্তি রুপে ইউভান জননীর চোখে মুখে মায়া ফুটে উঠছে যেন। একইভাবে মহিষাসুরমর্দিনী রুপে দুষ্টের দমন করতে প্রস্তুত তিনি। ইতিমধ্যেই সামনে এসেছিল আদ্যাশক্তি রুপে তাঁর ছবি। শ্যুটিং-এর সময় জবার মালা ও লাল সাদা শাড়ি পড়া শুভশ্রীর ছবি ভাগ করে নিয়েছিলেন কলাকুশলীরা।
জি বাংলার নাচের প্রতিযোগীতামূলক শো ডান্স বাংলা ডান্স জুনিয়ারের বিচারকের দায়িত্ব পালন করছেন শুভশ্রী। সম্প্রতি সেট থেকেই ছোট্ট রিল ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, 'কিছুর জন্য কেবল স্বপ্ন দেখো না, তার জন্য নিজেকে তৈরি করো।' ছোট্ট রিলে শুভশ্রীর চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। পাশ্চাত্য পোশাকে অনায়াস স্বচ্ছন্দ। আবহের বলিউডি গানের তালে শুভশ্রী যেন আরও একবার প্রমাণ করলেন, বাস্তব জীবনে একজন মা হলেও, ক্যামেরার সামনে তিনি নজরকাড়া নায়িকাই।