Ranbir Kapoor Birthday: আলিয়ার সঙ্গে বিয়ের ছবি, কেকে লেখা 'রাহার বাবা', রণবীরের জন্মদিন উদযাপনের ছবি
Neetu Kapoor on Ranbir Kapoor Birthday: রণবীর ও আলিয়ার জীবন ঘিরে এখন রয়েছে ছোট্ট রাহা। তাকে ঘিরেই এখন জীবনের অনেকটা সময় কেটে যায় এই তারকা দম্পতির। এখনও পর্যন্ত খুদের ছবি প্রকাশ্যে আনেননি পরিবারের কেউই
কলকাতা: আজ রাহার বাবার জন্মদিন! কেকের ওপরে অন্তত তাই লেখা রয়েছে। মধ্যরাতেই হাজির হয়েছিল দুটো কেক, সেইসঙ্গে একটি ফটোফ্রেমে রয়েছে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূরের (Ranbir Kapoor) বিয়ের একটি ছবি। আজ রণবীরের জন্মদিন। মধ্যরাতে ছেলের জন্মদিন উৎযাপনের ছবি শেয়ার করে নিলেন মা নীতু কপূর (Neetu Kapoor)।
রণবীর ও আলিয়ার জীবন ঘিরে এখন রয়েছে ছোট্ট রাহা। তাকে ঘিরেই এখন জীবনের অনেকটা সময় কেটে যায় এই তারকা দম্পতির। এখনও পর্যন্ত খুদের ছবি প্রকাশ্যে আনেননি পরিবারের কেউই। তবে রাহাকে নিয়ে দারুণ সময় কাটে তাঁদের। রাহার সঙ্গে সময় কাটাবেন বলেই কাজ থেকে একটু বিরতি নিয়েছেন রণবীর। কাজ সামলেও আলিয়া সময় বের করে নেন রাহার জন্য।
নিজেদের দাম্পত্য নিয়ে একাধিকবার মুখ খুলেছেন আলিয়া। একাধিক 'টক শো'-তে বিয়ের আগের ও পরের একাধিক ঘটনা শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তাঁদের প্রেমের গল্প রূপকথার মতোই। একাধিক প্রেম এসেছিল রণবীর কপূরের জীবনে তবে কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। আলিয়া ভট্ট অবশ্য অনেক অল্পবয়স থেকেই জানিয়েছিলেন রণবীরের ওপর তাঁর মুগ্ধতার কথা। তবে মুগ্ধতা থাকলেও, নিজের মনের মানুষকে খুশি রাখতে চেষ্টার কোনও কসুর কখনোই করেননি রণবীর। আলিয়ার সঙ্গে যখন তাঁর বিয়ে হয়নি, তখনই সেরা উপহারটি আলিয়াকে দিয়েছিলেন তিনি। কী সেই উপহার?
একটি টক শো-তে এসে আলিয়া গল্প শুনিয়েছিলেন যে তাঁর জীবনের সেরা উপহারটি তাঁকে দিয়েছিলেন রণবীর। সেইসময় তাঁরা বুলগেরিয়াতে একটি ছবির জন্য শ্যুটিং করছিলেন। শ্যুটিংয়ের মধ্যেই জন্মদিন পরেছিল আলিয়ার। রণবীর জানতেন, আলিয়া লন্ডনের একটি বিশেষ ক্যাফের, একটি বিশেষ মিল্ককেক খেতে ভালবাসেন। জন্মদিনের আগের রাতে, আলিয়ার জন্য ঠিক সেই কেকটিই উড়িয়ে নিয়ে এসেছিলেন রণবীর। আশা ছিল, জন্মদিনে প্রিয় কেক খেয়ে খুশি হবেন আলিয়া। হয়েছিল ও ঠিক তাই। আলিয়া ও শো-তে বলেন, 'আমি ওই মিল্ককেকটি কারোও সঙ্গে শেয়ার করি না। এমনকি রণবীরের সঙ্গেও নয়। রণবীর ব্যবস্থা করেছিল যাতে ওই কেকটি আমি জন্মদিনে কাটতে পারি আর তারপরে ২ দিন ধরে রেখে রেখে খেতে পারি। আমার কাছে ওটাই ছিল এখনও পর্যন্ত রণবীরের দেওয়া সের উপহার। সেসময় অবশ্য রণবীর আমার স্বামী ছিল না, প্রেমিক ছিল।'
আরও পড়ুন: Jawan Special Offer: এখনও 'জওয়ান' দেখেননি? জানেন কী একটি টিকিট কিনলে মিলছে আরেকটি ফ্রি টিকিট!