Shamshera: 'শামশেরা' ছবি থেকে রণবীর কপূরের লুক ফাঁস! এ কী প্রতিক্রিয়া পরিচালকের!
Shamshera Look: ফাঁস হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই ছবি। আর তা দেখে এ কী প্রতিক্রিয়া দিলেন পরিচালক কর্ণ মলহোত্র!
মুম্বই: গত বছর রণবীর কপূরের (Ranbir Kapoor) জন্মদিন উপলক্ষে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে 'শামশেরা' (Shamshera) ছবিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল। কিন্তু এবার আর নির্মাতাদের পক্ষ থেকে নয়, বরং অজানা মাধ্যম থেকে নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল এই ছবিতে রণবীর কপূরের লুক। ফাঁস হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই ছবি। আর তা দেখে এ কী প্রতিক্রিয়া দিলেন পরিচালক কর্ণ মলহোত্র (Karan Malhotra)!
'শামশেরা' ছবিতে রণবীর কপূরের লুক ফাঁস-
বলিউড অভিনেতা রণবীর কপূরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'সঞ্জু' ছবিতে। শীঘ্রই একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। 'ব্রহ্মাস্ত্র' থেকে 'শামশেরা' কিংবা লভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবি রয়েছে তাঁর হাতে। আর এরইমাঝে 'শামশেরা' ছবিতে তাঁর লুক ফাঁস হয়ে গেল অনলাইনে। সামনেই এই ছবির জন্য প্রচার শুরু করার কথা ছিল অভিনেতা থেকে নির্মাতাদের। কিন্তু নেট দুনিয়ায় আজ ঘুরছে 'শামশেরা' ছবিতে রণবীরের লুক।
আরও পড়ুন - Neetu kapoor: আলিয়াকে বিয়ের পর বদলে গিয়েছেন রণবীর, কেন এমন বললেন মা নীতু কপূর?
পরিচালক কর্ণ মলহোত্রর প্রতিক্রিয়া-
এই প্রসঙ্গে 'শামশেরা' ছবির পরিচালক কর্ণ মলহোত্র বলছেন, ''আমরা সবসময়ই সঠিক সময়ে যেকোনও কিছু করার পরিকল্পনা করে থাকি। কিন্তু এটা ভুলে যাই যে এই পৃথিবী নিজের সময়ে নিজের মর্জিতে চলে। এই ঘটনাও তেমনই একটা সত্য ঘটনার উদাহরণ। এটা দেখে খুবই আনন্দ হচ্ছে যে, 'শামশেরা'র পোস্টারে রণবীর কপূরের লুক দেখে নেটিজেনদের এতটা ভালো লেগেছে। পরের সপ্তাহের মাঝামাঝি সময় থেকে এই ছবির প্রচার শুরু করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু অনুরাগীরা যে অপেক্ষা করতে রাজি নন, সেটা দেখেই ভালো লাগছে। অনুরাগীরা অনেক দিন অপেক্ষা করেছেন। চার বছর পর পর্দায় ফিরছেন রণবীর। তাই অনুরাগীদের উচ্ছ্বাস ধরে না রাখতে পারাটাই স্বাভাবিক। আমি শুধু এটা বলব, 'শামশেরা'র পোস্টারে রণবীরের লুক দেখে দর্শকদের প্রতিক্রিয়া আমাকে খুশি করেছে।'' প্রসঙ্গত, জানা গিয়েছে, আদিত্য চোপড়া প্রযোজিত, কর্ণ মলহোত্র পরিচালিত 'শামশেরা' মুক্তি পাবে চলতি বছর ২২ জুলাই। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় এই ছবি মুক্তি পাবে।