RG Kar News: আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের।
আরও খবর..
শহর কলকাতা থেকে রাজ্যের অন্য জেলায় পুজোর মুখে ফের বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন, উত্তরবঙ্গও ভারী বৃষ্টিতে ভিজবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। (West Bengal Weather Updates)
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া প্রভাবে আগামী কাল নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Kolkata Weather Updates)