Raveena Tandon Birthday: জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন রবিনা ট্যান্ডন, কী পোস্ট করলেন শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ?
শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বার্থ ডে গার্ল রবিনা ট্যান্ডনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
![Raveena Tandon Birthday: জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন রবিনা ট্যান্ডন, কী পোস্ট করলেন শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ? Raveena Tandon receives heartfelt wishes on 47th birthday, know in details Raveena Tandon Birthday: জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন রবিনা ট্যান্ডন, কী পোস্ট করলেন শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/26/fa41fb907a84f5105fc01a4c1822a18f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ ২৬ অক্টোবর। জন্মদিন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের (Raveena Tandon)। ৪৭তম জন্মদিনে অনুরাগী থেকে অন্যান্য বলি তারকাদের শুভেচ্ছায় ভাসলেন অভিনেত্রী। শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বার্থ ডে গার্ল রবিনা ট্যান্ডনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন - Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও
আরও পড়ুন - রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী কামিয়া পঞ্জাবী?
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জনপ্রিয় গানে দুজনের পা মেলানোর ভিডিও পোস্ট করে শিল্পা শেট্টি লিখেছেন, 'চুরা কে দিল মেরা, চলি তু চলি। জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার প্রিয় রবিনা ট্যান্ডনকে। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তোমার সুস্বাস্থ্যের কামনা করি। আর আজকের এই বিশেষ দিনে অনেক অনেক হাসি ছড়িয়ে থাকুক মুখে।' প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি জনপ্রিয় অনুষ্ঠানে রবিনা ট্যান্ডন এবং শিল্পা শেট্টিকে 'চুরা কে দিল মেরা' গানে পারফর্ম করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন - Taapsee Pannu: কোন ধরনের ছবির জন্য তিনি উপযুক্ত নন? জানাচ্ছেন তাপসী পান্নু
বলিউডের অন্য আর এক জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহও রবিনা ট্যান্ডনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন রবিনা ম্যাম।' শুভেচ্ছয় ভরিয়ে দিয়েছেন মণীশ মলহোত্র থেকে অন্যান্য় বলি তারকারা। রবিনা ট্যান্ডনের সঙ্গে তোলা নানা ছবি পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, 'পাত্থর কে ফুল' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করা রবিনা ট্যান্ডন পরবর্তীকালে বহু হিট ছবিতে অভিনয় করেন। এই মুহূর্তে তিনি ডিজিটালে ডেবিউ করার লক্ষ্যে রয়েছেন। খুব শীঘ্রই তাঁর 'আরণ্যক' এবং 'কে.জি.এফ চ্যাপ্টর টু' মুক্তি পাবে।
আরও পড়ুন - Celebrities First Karwa Chauth: স্ত্রী নাতাশার প্রথম করবা চৌথ, কোন বলি তারকা বরুণ ধবনকে বললেন আদর্শ স্বামী?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)