(Source: ECI/ABP News/ABP Majha)
Kunal on Arijit Singh: 'বিবেক শুধু জাগে বাংলায়...', অরিজিতের গান 'আর কবে' প্রকাশ্যে আসতেই কটাক্ষ কুণাল ঘোষের
RG Kar News: সম্প্রতি আরজি কর কাণ্ডের প্রতিবাদস্বরূপ একটি গান তৈরি করেছেন অরিজিৎ সিংহ। গানের নাম 'আর কবে?' সেই গান এখন ভাইরাল। সেই গান নিয়েই এবার কটাক্ষের সুর কুণাল ঘোষের কণ্ঠে।
কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) তোলপাড় গোটা দেশ, রাজ্য, রাজনীতি। মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসকেরা। পথে নেমেছেন একাধিক শিল্পী, তারকারা। এই আবহে সম্প্রতি মুখ খুলেছেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ লাইভ ভিডিওয় তাঁর প্রতিবাদের কথা জানান, একই সঙ্গে গানও বাঁধেন, 'আর কবে?' গানটি ইতিমধ্যেই ভাইরাল, কিন্তু এবার কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় অরিজিতের সেই গানও। পাল্টা নাম না করে কটাক্ষ ছুড়লেন সঙ্গীতশিল্পীও।
কুণালের নিশানায় অরিজিৎ সিংহও
সম্প্রতি আরজি কর কাণ্ডের প্রতিবাদস্বরূপ একটি গান তৈরি করেছেন অরিজিৎ সিংহ। গানের নাম 'আর কবে?' সেই গান এখন ভাইরাল। এই আবহেই এদিন কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?' (অপরিবর্তিত)
কুণাল ঘোষের এই পোস্টের খানিক পরেই নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডল থেকে পরপর তিনটি পোস্ট করেন অরিজিৎ সিংহ নিজে। পরপর লেখেন, 'ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি!! মিডিয়ায় নতুন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, ফোন কলগুলি, নীল ও সবুজ চাদর, সেমিনার হলের দুটো দরজা, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিছু তো একটা হবে, শিক্ষক দিবসের অপেক্ষায় রয়েছি।'
আরজি কর কাণ্ডের মাঝেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কুণাল ঘোষ। অরিজিৎ সিংহকে কটাক্ষের পূর্বেই শুক্রবার একটি পোস্ট করে কুণাল লেখেন, 'আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত।' বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।