Ritabhari Chakraborty Exclusive: প্রথম দিন প্রেমে রাজি, দ্বিতীয় দিন 'আই লাভ ইউ' ফেরত নিতে চেয়েছিলেন ঋতাভরী!
সুস্থ হয়েই দুবাই পাড়ি দিয়েছেন টলিউডের 'বং ক্রাশ' ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী? কেউ নয়। দুবাইতে বন্ধু রয়েছে বটে, তবে একা সফরই বেশি প্রিয় নায়িকার। তাই ব্যাগপ্যাক গুছিয়ে ছুটি কাটাতে নায়িকার ডেস্টিনেশন দুবাই।
কলকাতা: তিনি ঘুরতে ভালোবাসেন। কিন্তু দীর্ঘ অসুস্থতার কারণে একা সফরে বেরতে পারেননি তিনি। সুস্থ হয়েই দুবাই পাড়ি দিয়েছেন টলিউডের 'বং ক্রাশ' ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী? কেউ নয়। দুবাইতে বন্ধু রয়েছে বটে, তবে একা সফরই বেশি প্রিয় নায়িকার। তাই ব্যাগপ্যাক গুছিয়ে ছুটি কাটাতে নায়িকার ডেস্টিনেশন সোজা দুবাই।
সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে পেরিয়েছে। বর্তমানের প্রেমের কথা তো ঋতাভরী স্বীকার করে নিয়েছেন আগেই। কিন্তু ছোটবেলার প্রেম? স্কুল জীবনে প্রেম প্রস্তাব পেয়েছিলেন ঋতাভরী? প্রেমদিবসে নায়িকার থেকে ছোটবেলার প্রেমের গল্প জানতে চেয়েছিল এবিপি লাইভ। পুরনো কথা মনে করে খানিক হেসে ফেললেন নায়িকা। তারপর বললেন, 'ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে। আমি তখন ক্লাস সেভেন। স্কুলের খুব ভালো ছাত্রী ছিলাম। শিক্ষক শিক্ষিকারা বেশ ভালোবাসতেন। কো এডুকেশন স্কুলে পড়তাম। একবার একটি ছেলে প্রপোজ করেছিল আমায়। আমিও তাকে হ্যাঁ বলে দিই। তারপরে আমার প্রচণ্ড ভয় হয়। মনে হয়, শিক্ষক শিক্ষিকারা আমায় খারাপ ভাববেন। পরেরদিন স্কুলে গিয়ে প্রার্থনার লাইনে ছেলেটিকে বলি, 'আমি আই লাভ ইউ-টা ফেরত নিচ্ছি।' সে বলে, এরকম ভাবে ফেরত নেওয়া যায় না। তারপর আমায় ভয় দেখায় সবাইকে বলে দেওয়ার। ভয় পেয়ে ওর আগেই আমি এক শিক্ষিকার কাছে গিয়ে গোটা ঘটনা বলে ওই ছেলেটির নামেই অভিযোগ করে দিয়েছিলাম। আমি এইরকমই ছিলাম..' ফের হেসে ফেললেন নায়িকা।
আরও পড়ুন: Mithai: সবুজ চা বাগান, মিরিকের পাহাড়ের কোলে মিঠাই-সিডের প্রেম জমবে 'বাতাসে গুনগুন'-এর সুরে
সামনেই নতুন ছবির শ্যুটিং। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় সেই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা। তবে তার আগে ছুটি কাটিয়ে শহরে ফিরতে চান তিনি।
সদ্য শ্যুটিং ফ্লোর থেকে একটি মজার রিল ভিডিও শেয়ার করেছিলেন ঋতাভরী। লাল বেনারসি, ভারি গয়নায় সেজেছেন ঋতাভরী চক্রবর্তী। বিশাল ঝাড়লন্ঠনের নিচে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আবহসঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবির ক্লাইম্যাক্সের সেই পরিচিত সংলাপ বলছেন ঋতাভরী। 'ইসি ঝুমর কে নীচে মিলেগি শান্তি কি লাশ'। অর্থাৎ, এই ঝাড়লন্ঠনের নিজেই পাওয়া যাবে শান্তির লাশ।