Tollywood Update: নারী-বেশে জয়, কোন 'পরিচয় গুপ্ত' করতে চাইছেন ঋত্বিক, ইন্দ্রনীল, দর্শনারা?
Tollywood Entertainment News: এই ছবির টিজারে দেখা যাচ্ছে একটি পড়ন্ত জমিদার বাড়ির গল্প। সেই বাড়ির জমিদার, ঋত্বিক অন্ধ। তাঁর চরিত্রের নানা দিক রয়েছে। ইন্দ্রনীল একজন প্রত্নতাত্ত্বিক।
কলকাতা: এক অন্ধ জমিদার, এক প্রত্নতাত্ত্বিক আর কয়েকটি রহস্যময় চরিত্র.. মুক্তি পেল ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranail Sengupta), দর্শনা বণিক (Darshana Banik) অভিনীত নতুন ছবি 'পরিচয় গুপ্ত'-র টিজার। ঋত্বিক, দর্শনা ও ইন্দ্রনীল ছাড়াও এই ছবিতে রয়েছেন, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য সহ আরও অন্যান্য অভিনেতারা।
এই ছবির টিজারে দেখা যাচ্ছে একটি পড়ন্ত জমিদার বাড়ির গল্প। সেই বাড়ির জমিদার, ঋত্বিক অন্ধ। তাঁর চরিত্রের নানা দিক রয়েছে। ইন্দ্রনীল একজন প্রত্নতাত্ত্বিক যিনি এই জমিদার বাড়ি নিয়ে বিভিন্ন অনুসন্ধান করতে এসে জড়িয়ে পড়েন এই বাড়ির গল্পে। একের পর এক খুন, গল্পের বিভিন্ন মোড় প্রত্যেক চরিত্রেরই এক একটা পরত খুলে দেয় যেন। গান থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য চমকও রয়েছে ছবিতে। চমক রয়েছে অভিনেতা জয় সেনগুপ্তের লুকেও। তাঁকে নারীর বেশে দেখা যাবে। তবে কেন তাঁর এই বেশ, সেটার উত্তর মিলবে ছবিতেই।
এই ছবির পরিচালক রণ রাজ বলছেন, 'ছবির নাম থেকেই এটা স্পষ্ট যে কেউ কোনও বিষয় গোপন করতে চাইছে। ছবিটির মধ্যে যেমন রহস্য আছে, তেমনই রয়েছে বিনোদনের রসদও। কিছু মানুষকে পরিবারের চাপে তাদের কিছু প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়। সেই বিষয়টিই যেন ফুটে উঠবে এই ছবির মধ্যে। জয়ের চরিত্রে একটা দুর্দান্ত চমক রয়েছে।' এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। তবে এখন প্রকাশ্যে আনা হয়েছে ছবির ঝলক। খুব তাড়াতাড়িই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে । চলতি বছরে "পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড" ও " পান্ডে মোশান পিকচার্স" এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি "পরিচয় গুপ্ত"। ছবিটির জন্য অপেক্ষায় রয়েছেন সবাই।
View this post on Instagram
আরও পড়ুন: Rukmini Maitra: '৭ বছর ধরে অপেক্ষায় ছিলাম', ইসকনের রথযাত্রায় সামিল হয়ে উচ্ছ্বাস রুক্মিণীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।