'Rocky Aur Rani Kii Prem Kahaani': বক্স অফিসে ১১.১০ কোটির ব্যবসা দিয়ে খাতা খুলল রণবীর-আলিয়ার 'প্রেম কাহানি'
Box Office Collection: অভিনয়ের কথা বলতে গেলে ছবির প্রাণভোমরাটি হলেন রণবীর সিংহ। রণবীরের অভিনয় আপনাকে একদিকে যেমন হাসাবে, তেমন কাঁদাবেও। তবে এখানে রকিকে নয়, রণবীর সিংহকেই যেন পর্দায় দেখছেন বলে মনে হবে।
নয়াদিল্লি: অবশেষে মুক্তি পেয়েছে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত এই ছবির হাত ধরে ফের বলিউডের (bollywood) লক্ষ্মীলাভের আশায় সকলে। প্রথম দিনের শেষে কেমন হল ছবির ব্যবসা? কত টাকা আয় করল কর্ণ জোহরের কামব্যাক ছবি?
'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রথম দিনের ব্যবসা কেমন হল?
২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। গত সপ্তাহে 'বার্বি' ও 'ওপেনহাইমার' মুক্তির এক সপ্তাহের মাথায় এই ছবির মুক্তির সিদ্ধান্ত খানিক ঝুঁকিপূর্ণ বলেই মত সমালোচকদের। তবুও প্রথম দিনেই ভালই ব্যবসা করল এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি প্রথম দিনে ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেপ্রেমীদের বেশ মনেও ধরেছে ছবিটি। মানুষের মুখে মুখেও শোনা যাচ্ছে ছবির প্রশংসা। আশা করা যাচ্ছে শনিবার ও রবিবারে ছবির ব্যবসা আরও বাড়বে।
কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি প্রথম দিনে প্রায় সাড়ে ১১ কোটি টাকার ব্যবসা করেছে। তাও অ্যানালিস্টদের দাবি, যতটা আশা করা হয়েছিল তার থেকে আয়ের পরিমাণ কমই। প্রথম দিনের আয়ের পরিমাণ পোস্ট করা হয় নির্মাতাদের তরফে, সোশ্যাল মিডিয়ায়। লেখা হয়, 'অডিয়েন্স কা পেয়ার'। এই ছবিতে রণবীর ও আলিয়ার সঙ্গে দেখা গেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে।
View this post on Instagram
এবিপি লাইভ রিভিউ
অভিনয়ের কথা বলতে গেলে ছবির প্রাণভোমরাটি হলেন রণবীর সিংহ। রণবীরের অভিনয় আপনাকে একদিকে যেমন হাসাবে, তেমন কাঁদাবেও। তবে এখানে রকিকে নয়, রণবীর সিংহকেই যেন পর্দায় দেখছেন বলে মনে হবে। কারণ এইরকম রকির মতো অবতারে তাঁকে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়। এই ছবির একটি শিক্ষণীয় দিক হল যে, সোশ্যাল মিডিয়া এক্সপোজার একটু সীমিত রাখা প্রয়োজন। বা ছবিতে এমন কিছু দেখাতে হবে, যা তিনি সোশ্যাল মিডিয়ায় দেখাননি। তবে এতকিছুর পরও এটা বলতেই হয়, রণবীরের অভিনয়ই এই ছবিকে টেনে নিয়ে গিয়েছে।
আরও পড়ুন: Double iSmart: নিজের জন্মদিনে নতুন ছবির লুক প্রকাশ্যে আনলেন সঞ্জয় দত্ত
আলিয়ার অভিনয়ও বেশ ভাল। তবে এর থেকে অনেক ভাল কাজ তিনি করেছেন। এখানে আরও একটি কথা না বললেই নয়। ধর্মেন্দ্রর মতো বিরাট মাপের অভিনেতার জন্য ছোট্ট একটি রোল রাখা হয়েছে। আর শাবানা আজমিকে যে রোলটি দেওয়া হয়েছে, সেটা তো আরও অন্য কেউ করতে পারত।
ছবির গান বেশ ভাল। ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ ভাল লেগেছে। সবমিলিয়ে এই ছবিটি একবার হলে গিয়ে দেখাই যায়। তবে কর্ণ জোহরের সেরা ছবির তালিকায় হয়তো এই ছবিটিকে নিজেই রাখতে চাইবেন না পরিচালক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial