Sweta-Rubel: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে বাগদান সারলেন শ্বেতা ও রুবেল
Rubel Das and Sweta Bhattacharyya: শ্বেতা ও রুবেলের প্রেম শুরু হয় 'যমুনা ঢাকি' ধারাবাহিকের হাত ধরে। সেই ধারাবাহিকে একসঙ্গে কাজ করতেন রুবেল ও শ্বেতা।
কলকাতা: গুঞ্জন ছিল, ভেঙে গিয়েছে তাঁদের দীর্ঘ প্রেম। তবে সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে জীবনে একসঙ্গে চলার পথে আরও এক পা বাড়ালেন শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya) ও রুবেল দাস (Rubel Das)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন তাঁরা। এদিন উপস্থিত ছিলেন দুই পরিবারের সবাই। শ্বেতা ও রুবেল দুজনেই বেছেছিলেন নীল রঙের পোশাক। গোলাপি পাড়ের নীল শাড়িতে সেজেছিলেন শ্বেতা। সঙ্গে সোনার গয়না। রুবেল পরেছিলেন নীল পাঞ্জাবি। দুই পরিবারের সবাই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন আশীর্বাদের পাশাপাশি একটা পুজোরও আয়োজন করা হয়েছিল দুই পরিবারের তরফে। ফুল দিয়ে সাজানো হয়েছিল আশীর্বাদের জায়গা।
শ্বেতা ও রুবেলের প্রেম শুরু হয় 'যমুনা ঢাকি' ধারাবাহিকের হাত ধরে। সেই ধারাবাহিকে একসঙ্গে কাজ করতেন রুবেল ও শ্বেতা। একে অপরের বিপরীতে। সেই ধারাবাহিক করতে গিয়েই শুরু হয় তাঁদের প্রেম। সেই প্রেমই সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে। জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়বেন রুবেল ও শ্বেতা। আর তার আগে, ডিসেম্বরে বাগদান সারলেন এই দুই অভিনেতা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট মুহূর্তের ভিডিও শেয়ার করে নিয়েছেন শ্বেতা ও রুবেল।
ধারাবাহিকে অভিনয় করতে করতেই শ্বেতার সম্পর্কের শুরু। তাঁর ও রুবেল দাসের প্রেমের কথা এখন সবাই জানে। নিজেদের সম্পর্ককে লুকনোরও চেষ্টা করেননি শ্বেতা রুবেল। তবে প্রেমের প্রস্তাব এসেছিল কার তরফ থেকে? শ্বেতা এবিপি লাইভকে বলেছিলেন, 'আমাদের সম্পর্কটা ঠিক প্রেম-প্রস্তাব দিয়ে শুরু হয়নি। রুবেলের আমার প্রতি একটা ভাললাগা ছিল সেটা অনুভব করতাম। তবে প্রথমেই রুবেলের সঙ্গে প্রেমের কথা ভেবে ফেলতে পারিনি। ও আসলে ভীষণ শিশুসুলভ, মনটা খুব নরম। ওকে মজা করে 'বেটা' বলতাম আমি। তারপরে আস্তে আস্তে প্রেম। তবে এই বছরে বিয়ের কোনও পরিকল্পনা নেই। আগামী বছর বা তার পরের বছর হয়তো। আমরা ভাবি, যখন বিয়ে করব, আমাদের দুজনের মধ্যে কোনও একজনের কাজ না থাকলে, অপরজন সংসার চালাবে। কখনও কাজ নিয়ে মনোমালিন্য নেই আমাদের মধ্যে। ওর 'নিম ফুলের মধু' খুব ভাল চলছে, সেটা নিয়ে আমি খুশি। তবে হ্যাঁ, অন্যান্য বিষয়ে মনোমালিন্য হলেও আমাদের মধ্যে একটা নিয়ম রয়েছে। আমাদের মধ্যে যার ভুল, সেই সরি বলি।'
View this post on Instagram
আরও পড়ুন: Allu Arjun: কথা দিয়েও কেন দেখা করলেন না মৃতার পরিবারের সঙ্গে? কারণ প্রকাশ্যে আনলেন অল্লু অর্জুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।