Rudrajit Promita: শাশুড়ির সঙ্গে শিবরাত্রি পালন, লাল পোশাকে সাজলেন রুদ্রজিৎ-প্রমিতা
বাড়িতেই ছোট্ট আয়োজন। শ্বাশুড়ি মায়ের হাত হাত মিলিয়ে পুজোর জোগাড় করেন প্রমিতা চক্রবর্তী, সঙ্গী অবশ্যই রুদ্রজিৎ মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রির ছবি ভাগ করে নিলেন অভিনেতা-অভিনেত্রী।
কলকাতা: বাড়িতেই ছোট্ট আয়োজন। শাশুড়ি মায়ের হাত হাত মিলিয়ে পুজোর জোগাড় করেন প্রমিতা চক্রবর্তী, সঙ্গী অবশ্যই রুদ্রজিৎ মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রির ছবি ভাগ করে নিলেন অভিনেতা-অভিনেত্রী।
সদ্য প্রথম বিবাহবার্ষিকী গিয়েছে রুদ্রজিৎ আর প্রমিতার। আপাতত 'পিলু' ধারাবাহিকে অভিনয় করছেন তাঁরা দুজনেই। রিয়েল লাইফের সম্পর্কই রিলে, একে অপরের বিপরীতে অভিনয় করছেন তাঁরা। তারমধ্যেই সময় বের করে শিব আরাধনায় ব্রতী রুদ্রজিৎ-প্রমিতা। লাল শাড়িতে সাজলেন প্রমিতা। রুদ্রজিতের পাঞ্জাবিতেও লাল রঙ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন তাঁরা।
এখন প্রেম নয়, আইনি বিয়ে সেরে ফেলেছেন এই জুটি। ধারাবাহিক 'সাত ভাই চম্পা' থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছিল। আর এবার, বিয়ের পর ফের জুটি বাঁধছেন তাঁরা। পর্দায় প্রমিতার নাম শিঞ্জিনী আর রুদ্রজিৎ রঙ্গন। এর আগে আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করতেন তাঁরা। রুদ্রজিৎ-কে দেখা গিয়েছিল জীবন সাথী ধারাবাহিকে। অন্যদিকে 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে অভিনয় করতেন প্রমিতা। দুই ধারাবাহিকই এখন শেষ। এখন এক ধারাবাহিকেই দেখা যাচ্ছে দুজনকে।
আরও পড়ুন:Mithai Title Track: 'সা রে গা মা পা' প্রতিযোগী প্লেব্যাকে, কণ্ঠ দিলেন হিন্দি 'মিঠাই' ধারাবাহিকে
নতুন ধারাবাহিক নিয়ে এবিপি লাইভকে প্রমিতা বলেছিলেন, 'সদ্য নতুন ধারাবাহিকে কাজ করছি একসঙ্গে। বিয়ের পর রিয়েল লাইফ জুটির রিল লাইফেও একসঙ্গে অভিনয় করার সুযোগ বড় একটা হয় না। এটাই আমার প্রথম বিবাহবার্ষিকীর উপহার। কাজকে বাদ দেওয়া যায় না, তাই শ্যুটিং বাতিল করিনি।' অর্থাৎ লাল গাউন আর সাদা ব্লেজারের সাজ পরিবর্তন করেই রঙ্গন আর শিঞ্জিনী সেজে ফেলবেন প্রমিতা রুদ্রজিৎ। ধারাবাহিকের গল্পে তাঁদের গানের পছন্দ আলাদা হলেও, বাস্তব জীবনে বেঁধে বেঁধেই থাকেন প্রমিতা-রুদ্রজিৎ।
আইনি বিয়ে সেরে এখন কলকাতার বুকেই সংসার পেতেছেন রুদ্রজিৎ-প্রমিতা। সামাজিক বিয়ের পরিকল্পনা কবে? লাজুক হেসে প্রমিতা বললেন, 'এই বছর পরিকল্পনা নেই। ইচ্ছা আছে আগামী বছর।'