Rupa Ganguly: ধারাবাহিকে প্রত্যাবর্তন রূপা গঙ্গোপাধ্যায়ের, বলবেন 'মেয়েবেলা'-র গল্প
New Serial: এর আগে দ্রৌপদীর ভূমিকায় হাজার হাজার দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। মহাভারতের দ্রৌপদী বলতে এখন দর্শকদের মনে পড়ে তাঁর কথাই
কলকাতা: ছোটপর্দায় প্রত্যাবর্তন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly)। এক অন্যধরণের গল্প নিয়ে হাজির হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক 'মেয়েবেলা'। যেখানে অনেকেরই ধারণা থাকে যে ধারাবাহিক মানেই শাশুড়ি ও বৌমার সম্পর্কের তিক্ততা, সেই জায়গায় দাঁড়িয়ে এক নতুন সম্পর্কের গল্প শোনাবে 'মেয়েবেলা'।
এর আগে দ্রৌপদীর ভূমিকায় হাজার হাজার দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। মহাভারতের দ্রৌপদী বলতে এখন দর্শকদের মনে পড়ে তাঁর কথাই। আর এবার দুই প্রজন্মের দুই মহিলার সুস্থ সম্পর্কের গল্প বলবে মেয়েবেলা। এই ধারাবাহিকে রূপাকে দেখা যাবে বীথিকার চরিত্রে। বিয়ের পর পরিস্থিতির চাপে অনেকটা পাল্টে গিয়েছে তাঁর চরিত্র। ধারাবাহিকের পরতে পরতে প্রকাশ্যে আসবে সেই গল্প।
আরও পড়ুন: Dev: প্রকাশ্যে দেবের নতুন নায়িকার ছবি, শুরু 'বাঘাযতীন' তৈরির প্রস্তুতি
অন্যদিকে এই ধারাবাহিকে জুটি বাঁধবেন স্বীকৃতি মজুমদার ও অর্পণ ঘোষালে। স্বীকৃতির চরিত্রের নাম মোহনা এবং অর্পণকে দেখা যাবে নির্ঝর চরিত্রে। প্রকাশ্যে এসেছে এই জুটির লুকও। আগামী ২৩ তারিখ থেকে সন্ধে সাড়ে সাতটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। বিয়ে হয়ে আসার পরে শাশুড়ি বীথিকা বন্ধু হিসেবে পায় পুত্রবধূকে। অন্যদিকে মোহনাও বোঝার চেষ্টা করে তাঁর শাশুড়ির সমস্ত ভাল মন্দ। ছক ভেঙে শাশুড়ি বৌমা হয়ে ওঠে বন্ধু। এক সুস্থ ভাল সম্পর্ক ও বন্ধুত্বের কথাই বলবে এই ধারাবাহিক।
View this post on Instagram