Saiyad Sana Khan: বিয়ের জন্য ছেড়েছিলেন অভিনয়, ফের মা হতে চলেছেন সানা
Saiyad Sana Khan News: চিরকালের জন্য তিনি বিদায় জানিয়েছেন অভিনয়কে। ইতিমধ্যেই এক সন্তানের জননী তিনি। আর এবার, ফের মা হচ্ছেন সানা খান।
কলকাতা: ফের মা হচ্ছেন প্রাক্তন অভিনেত্রী সানা খান (Sana Khan)। ধর্মপ্রচারক মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে সংসারে মন দিয়েছেন সানা। চিরকালের জন্য তিনি বিদায় জানিয়েছেন অভিনয়কে। ইতিমধ্যেই এক সন্তানের জননী তিনি। আর এবার, ফের মা হচ্ছেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর নিজেই শেয়ার করে নিয়েছেন সানা। তিনি জানিয়েছেন, তাঁদের পরিবার ৩ থেকে চার হতে চলেছে। মা হচ্ছেন তিনি, অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় সন্তানের। সোশ্যাল মিডিয়ায় সানা এই খবর শেয়ার করে নিতেই শুভেচ্ছাবার্তা পেয়েছেন প্রচুর।
সানার প্রথম সন্তানের নাম রাখা হয় সৈয়দ তারিক জামিল। সমাজমাধ্যমে পোস্ট করে আজ সানা লিখেছেন, 'সৈয়দ তারিক জামিল বড় দাদা হওয়ার জন্য উত্তেজিত। আমাদের পরিবার ৩ থেকে চার জনের হতে চলেছে।' এ ছাড়া সানার পোস্ট জুড়ে রয়েছে ঈশ্বরের প্রতি প্রার্থনা। তাঁর পরিবারকে নিয়ে প্রার্থনা করেছেন প্রাক্তন অভিনেত্রী। সানা তাঁর পোস্টে আরও লেখেন, 'ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন শুধু সংখ্যার দিক থেকেই সমৃদ্ধ না হই, আমাদের মূল্যবোধও যেন বাড়তে থাকে। আমাদের প্রার্থনা গ্রহণ করুন।'
২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা। সেই সময়ে তাঁর অভিনয় ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন সবাই। বিয়ের এক মাস পরে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে আনাসকে বিয়ে করা ‘জীবনের সেরা সিদ্ধান্ত’ বলে জানিয়েছিলেন সানা। তিনি লিখেছিলেন, গত মাসে এই দিনে আমি বলেছিলাম, কবুল হ্যায়। আজ এক মাস হল। আলহামদুল্লিলাহ,বাস অ্যায়সে হি হাসতে হাসতে পুরি জিন্দগি নিকল জায়ে (আশা করি, এমন করে হাসতে হাসতে সুখেই গোটা জীবনটা কাটিয়ে দেব।) চিরকালের জন্য আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্তটা নিয়েছি। আমার শাশুড়ি মা আমায় এই দোপাট্টাটা বানিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে প্রথম বিয়ের খবরটা শেয়ার করে সানা লিখেছিলেন, আল্লাহর জন্য়ই একে অপরকে ভালবেসেছি। আল্লাহর জন্য়ই বিয়ে করেছি। এই দুনিয়ায় আল্লাহ আমাদের এক রাখুন। জন্নহতে আমাদের আবার মিলিয়ে দিন। আনাস সইদ।
View this post on Instagram
আরও পড়ুন: Kinjal Nanda: বিজ্ঞাপনের মুখ কেন? আরজি কর প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত হেনস্থা কিঞ্জলকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।