Samantha Ruth Prabhu: দশম শ্রেণিতে কেমন ছাত্রী ছিলেন সামান্থা? ভাইরাল পুরনো রির্পোট কার্ড
Samantha Ruth Prabhu: আবারও খবরের শিরোনামে উঠে এলেন সামান্থা রুথ প্রভু।
কলকাতা: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রায়শই উঠে আসেন খবরের শিরোনামে। এবার অভিনেত্রী দশম শ্রেণির রির্পোট কার্ড এল প্রকাশ্য়ে। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তিনি একজন দুর্দান্ত ছাত্রী ছিলেন।সমস্ত বিষয়ে ৮০ এর উপরে নম্বর পেয়েছেন, গণিতে ১০০ পেয়েছেন। পাশাপাশি ভূগোল এবং উদ্ভিদবিদ্যা ছাড়া বাকিতে ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁর শিক্ষকের দেওয়া মন্তব্যগুলিও যথেষ্ট প্রশংসনীয় ছিল।
ফাঁস হওয়া রিপোর্ট কার্ডটি কেবল তাঁর ভক্তদেরই অবাক করেনি বরং বিস্মিতও করেছে।
আরও পড়ুন...
প্রসঙ্গত, ১৪ই এপ্রিল মুক্তি পেয়েছিল সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) ছবি 'শকুন্তলম'।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী (Samantha Ruth Prabhu)। সেখানে দেখা যাচ্ছিল বন্য পরিবেশে ময়ূর, হরিণ, হাঁস ও আরও কিছু বন্যপ্রাণীর সঙ্গে বসে রয়েছেন তিনি। নেট দুনিয়ায় অভিনেত্রীর এমন ছবি পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছিল।
ছবি পোস্ট করে সামান্থা (Samantha Ruth Prabhu) লিখেছিলেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'। অভিনেত্রীর (Samantha Ruth Prabhu)পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, 'স্বর্গীয়ও বটে।' অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।' বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন সামান্থা (Samantha Ruth Prabhu) ।
আরও পড়ুন...
Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?