Shah Rukh Khan: নেড়া মাথা, রোদচশমায়, অবিকল 'জওয়ান', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'শাহরুখ পুতুল'
Jawan: 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ।
মুম্বই: তাঁর নতুন ছবি ঝলকের জন্য অধীর অপেক্ষায় ছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় যখন তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলার খেলায় মাততেন, তখন বারে বারে তাঁর কাছে ঘুরে ফিরে আসত এই প্রশ্ন। কবে প্রকাশ্যে আসবে 'জওয়ান' (Jawan)-এর প্রথম ঝলক? অবশেষে যখন সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল 'জওয়ান'-এর প্রিভিউ, তা কার্যত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর সেই প্রিভিউ দেখে এতটাই প্রভাবিত হলেন এক অনুরাগী যে বানিয়ে ফেললেন শাহরুখ খান (Shah Rukh Khan)-এর পুতুল!
সোশ্যাল মিডিয়া আজ 'জওয়ান'-এ শাহরুখের নেড়া মাথা লুকের একটি পুতুলের ছবি শেয়ার করে নিয়েছেন এক অনুরাগী। পেশায় Paige Wilson-একজন শিল্পী। 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পাচ্ছে, তা বেশ চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে। লাল কালো চেক শার্টে শাহরুখের মাথা নেড়া, কার্যত চকচকে টাক। যদিও ঝলকেই বোঝা যায়, এ প্রস্থেটিক মেকআপের কারসাজি। আর সেই সাজেই শাহরুখকে পা মেলাতে দেখা গেল বিখ্যাত গান 'বেকরার করকে হামে'-র তালে পা মেলাতে।
আর এই দৃশ্যকে অনুকরণ করেই শাহরুখের একটি পুতুল বানিয়ে ফেলেছেন এক অনুরাগী। তারও গায়ে অবিকল শাহরুখের মতোই পোশাক, মাথায় টাক। শাহরুখের সেই দৃশ্যের মতোই মেট্রোর ভিতরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাত পাও রয়েছে শাহরুখের সেই নাচের মতোই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে এই চারটি ছবি।
কাপড় ও প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে শাহরুখের আদলের এই পুতুল। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ পুতুলের ছবি শেয়ার করে ওই মহিলা অনুরাগী লিখেছেন, 'প্রিয় এবং প্রতিভাবান শাহরুখ... আশা করছি, আমার তৈরি এই পুতুল দিয়ে আপনাকে ও আপনার ছবি 'জওয়ান'-এর প্রিভিউকে সম্মান জানানো খুব একটা তাড়াতাড়ি নয়। এই ট্রেলারে এতগুলো লুক আপনি দর্শকদের উপহার দিয়েছেন তার সবগুলো তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা বারে বারে দেখে এই প্রিভিউর থ্রিলটা অনুভব করছি শুধু। আমার সমস্ত ভালবাসা দিয়ে বার্তা... করব, লড়ব, জিতব।'
সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই কার্যত ভাইরাল হয়ে যায়। অনেকেই বলেন, এই পুতুল দুর্দান্ত ও আকর্ষণীও। এই ট্যুইটটি ওই অনুরাগী এসআরকে-কে ট্যাগও করেছেন।
Dearest, most talented @iamsrk, hope it's not too soon for my #SRK doll tributes to your knockout #JawanPrevue #JawanTrailer! It's so multifaceted that we may not be able to exhaust its thrills by re-watching it endlessly before the whole #Jawan story is known--but we'll try!… pic.twitter.com/DK5rySEUqr
— Paige Wilson (@breakfreeofbox) July 11, 2023
আরও পড়ুন: Shah Rukh Khan: সেটে তামিল শিখতেন বাদশাহ, শাহরুখের জন্য সুস্বাদু খাবার নিয়ে আসছেন বিজয়!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন