Shehnaaz Gill: প্রথম ছবিই দুর্দান্ত সফল, খুশিতে বিলাসবহুল বাড়ি কিনে ফেললেন শেহনাজ! জেনে নিন কত দাম
Shehnaaz Gill: নিজের ইন্সটাস্টোরিতে ছবি পোস্ট করে অভিনেত্রী প্রকাশ্য়ে আনলেন এই খবর।
কলকাতা: 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির হাত ধরে বলিউডে অভিষেক করেছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। আর প্রথম ছবিই বক্সঅফিসে দুর্দান্ত সফল। আর এই খুশিতেই নিজের জন্য় বিলাসবহুল বাড়ি কিনে ফেললেন অভিনেত্রী।
প্রসঙ্গত, জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো বিগ বসের ১৩ নম্বর সিজনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। আর তারপর থেকেই খবরের লাইমলাইট থেকে সরেননি তিনি। এমনকি সলমন খানের সঙ্গে তাঁর বন্ধুত্বের খবরও ভাইরাল একাধিকবার ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। আর 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে শেহনাজ গিলের অভিনয় নজর কেড়েছে দর্শকের।
উল্লেখ্য়, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে শেহনাজের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়াল। আর তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বিটাউনে।
আরও পড়ুন...
Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
যদিও, এক বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাঘব জুয়াল বলেছিলেন, 'যা কিছু ইন্টারনেটের জিনিস, তা আমার পর্যন্ত এসে পৌঁছতে পারে না। আমি জানি না সেগুলো সত্যি না মিথ্যে... যতক্ষণ না আমি সেগুলো দেখে বা শুনে না ফেলছি।' একই সঙ্গে তিনি বলেন, 'আমি সিনেমার জন্য এসেছি এবং আমি চাই মানুষ আমায় একজন অভিনেতা, একজন নৃত্যশিল্পী, একজন সঞ্চালক হিসেবে চিনুক। আমার কাজ নিয়ে কথা বলুক, ব্যাস! বাকি এসব জিনিস... থাকুক, না থাকুক... আর এটা হবেও না, কারণ আমার কাছে সময় নেই। আমি ডবল শিফটে কাজ করছি। এখন আমার অবস্থা এমন যে এসবের জন্য সময়ই নেই। ফলে আমি কেবল আমার কাজ ও আমার ছবির ব্য়পারে কথা বলব, ব্যাস।'
আরও পড়ুন...
ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?
অন্য়দিকে শেহনাজ এখনও ভুলতে পারেননি প্রেমিক সিদ্ধার্থ শুক্লকে। ভুলতে পারেনি অনুরাগীরাও। এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ 'সিডনাজ'। সম্প্রতি এই নিয়ে সরব হয়েছেন খোদ ভাইজানও। অভিনেতা বলেন, 'সিদ্ধার্থও নিশ্চয়ই চাইবেন শেহনাজ তাঁর শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরুক। কিছুদিন আগে পর্যন্তও শেহনাজকে সবাই সিডনাজ বলে ডাকতেন। এখন সিদ্ধার্থ আর এই পৃথিবীতে নেই। কিন্তু ও সেখানেই থাকুক, ও নিশ্চয়ই চাইবে শেহনাজের জীবনে কেউ আসুক।'