Bohurupi: বহুরূপীতে আবিরের চরিত্র সুমন্ত ঘোষাল বাস্তবে কে? প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ-নন্দিতা
Shiboproshad And Nandita Roy: এদিন একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। শিবপ্রসাদ নন্দিতা ছাড়াও সেখানে হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায়
কলকাতা: পর্দায় যাঁকে সুমন্ত ঘোষাল হিসেবে দেখে দর্শকেরা মুগ্ধ হয়েছেন, তিনি অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আর বাস্তবে? বাস্তবে যাঁর চরিত্র অনুপ্রেরণা এই সুমন্ত ঘোষালের, তিনি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। পর্দায় যিনি ধরেছিলেন কুখ্যাত ব্যাঙ্ক ডাকাতকে, তিনি হলেন সুমন্ত ঘোষাল। আর বাস্তবে যিনি ব্যাঙ্ক ডাকাতকে ধরেছিলেন তিনি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। উইন্ডোজের অফিসেই শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিশেষ সদস্যদের জন্য 'বহুরূপী'-র একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের তরফে। 'বহুরূপী' দেখে মুগ্ধ সবাই।
এদিন একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। শিবপ্রসাদ নন্দিতা ছাড়াও সেখানে হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায়। ছবি দেখে প্রত্যেকেই অভিনেতার ভূয়সী প্রশংসা করেন। এক পুলিশ অফিসার বলেন, 'এক মুহূর্তের জন্যও বিরক্ত লাগেনি এমনই সুন্দর চিত্রনাট্য। গোটা বিষয়টাকে গল্পে খুব সুন্দর করে বাঁধা হয়েছে।' অন্যজন আবার শিবপ্রসাদের প্রশংসা করে বলছেন, 'ছবির ভিলেন ভাল হলে তবেই ছবি জবরদস্ত হয়। সেই কাজটা ভীষণ দক্ষতার সঙ্গে করেছে শিবু। কী অভিনয়।' সব মিলিয়ে প্রশংসার বন্যায় ভাসছেন শিবপ্রসাদ, নন্দিতা ও আবির।
সদ্য 'বহুরূপী' দেখতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভীষণ প্রশংসা করেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন প্রসেনজিৎ। আদর করে জড়িয়ে ধরেন শিবপ্রসাদকে। আপ্লুত প্রসেনজিৎ নাকি হলে বসেই চিৎকার করেছেন, হাততালি দিয়েছেন। প্রসেনজিতের কথায়, 'এত বড় স্কেলের ছবি খুব মিস করি এখন। বহুরূপী বেশ বড় স্কেলের ছবি, আর সেই মশলাটাও রয়েছে। হলে বসে আমি চিৎকার করছি, হাততালি দিচ্ছি.. দুর্দান্ত।' এমনকি শিমুল পলাশ গানের স্টেপও নেচে দেখান প্রসেনজিৎ।
এই ছবি নিয়ে এবিপি লাইভকে শিবপ্রসাদ বলছেন, 'রক্তবীজ আমাদের সাহস দিয়েছিল। আর 'বহুরূপী' সাফল্য দিল। উইন্ডোজ় এরপরে আরও নতুন নতুন ছবি নিয়ে আসবে, নতুন গল্প বলবে। আমরা একটা কথাই বিশ্বাস করি, ছবির সাফল্যের জন্য তারকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় 'ছবির বিষয়'-এর। যখন 'হামি' ছবিটা প্রযোজনা করেছিলাম, সবাই বলেছিলেন, 'দুটো বাচ্চার মুখ দিয়ে পোস্টার, কে দেখবে'। কিন্তু 'হামি' সেই বছরের সবচেয়ে হিট ছবি ছিল উইন্ডোজ-এর। 'বহুরূপী' আমাদের নিজেদের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।'
আরও পড়ুন: Iman Chakraborty: বিদেশের মাটিতে বাংলা গানের অনুষ্ঠানে ঝড় তুললেন ইমন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।