Sonakshi Sinha: দীপিকা-ক্যাটরিনা নয়, করিনা-ইয়ামির পথেই হাঁটলেন সোনাক্ষী
Sonakshi Sinha Marriage: বলিউডি বিয়েতে সাধারণত ডিজ়াইনার লেহঙ্গাই বেছে নেওয়া দস্তর। কেউ কেউ আবার অন্য পথে হেঁটে বিয়ের পোশাক হিসেবে বেছে নিয়েছেন শাড়িও
কলকাতা: নাহ, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বা ক্যাটরিনা কইফ (Katrian Kaif) নয়, করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ইয়ামি গৌতমের (Yami Gautam)-এর পথেই হাঁটলেন সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। তিনি যেন বুঝিয়ে দিলেন, স্টাইল নয়, নজরকাড়া ডিজ়াইনার সাজ নয়, তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবেগ, স্মৃতি।
বলিউডি বিয়েতে সাধারণত ডিজ়াইনার লেহঙ্গাই বেছে নেওয়া দস্তর। কেউ কেউ আবার অন্য পথে হেঁটে বিয়ের পোশাক হিসেবে বেছে নিয়েছেন শাড়িও। যেমন আলিয়া ভট্ট (Alia Bhatt)। তবে সেও ডিজাইনার শাড়িই। নামজাদা পোশাক শিল্পীদের তৈরি করা। কিন্তু বলিউডে এমন মুষ্ঠিমেয় কয়েকজন নায়িকা রয়েছেন, যাঁরা নিজেদের বিয়েতে নামকরা পোশাকশিল্পীর তৈরি করা লেহঙ্গা বা শাড়ি নয়, বেছে নিয়েছিলেন ঐতিহ্যকেই। মায়ের বিয়ের শাড়ি পরে নিজের বিয়ের পিঁড়িতে বসেছিলেন ইয়ামি গৌতম। তারও আগে, শাশুড়ি শর্মিলা ঠাকুরের (Sharmila Thakur) ঐতিহ্যবাহী বিয়ের সারারা পরে সেফ আলি খানের সঙ্গে বিবাহ সেরেছিলেন করিনা কপূর। আর এবার, সেই রাস্তায় পা বাড়ালেন সোনাক্ষী সিংহও। ঘরোয়া বিয়ের পোশাক হিসেবে তিনি বেছে নিলেন, মায়ের শাড়ি-গয়না।
২৩ জুন, গতকাল সাত বছরের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন সোনাক্ষী। বিকেলের দিকে ছিল ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই আইনি সইসাবুদের আয়োজন। সেখানেই হয় আংটিবদল ও আইনি বিয়ে। সন্ধ্যায় আয়োজন ছিল রাজকীয় রিসেপশনের। সেখানে হাজির ছিল গোটা বলিউড।
সন্ধেয় ডিজাইনার লাল শাড়িতে সাজলেও, বিকেলের অনুষ্ঠানের জন্য সোনাক্ষী বেছে নিয়েছিলেন তাঁর মা, পুণম সিংহের শাড়ি। আইভরি শাড়ি, মাথার ফুলে অপরূপা সোনাক্ষী। একই রঙের পোশাক পরেছিলেন জাকিরও। বর-বধূর পোশাকের সঙ্গে মানানসই ছিল এদিনের অনুষ্ঠানের থিমও। মায়ের শাড়ির সঙ্গে পরার জন্য, মায়ের কালেকশন থেকেই গয়না বেছে নিয়েছিলেন সোনাক্ষী। আইভরি সাজে সোনাক্ষীর স্নিগ্ধতা যেন মন ছুঁয়ে গেল নেটপাড়ার।
সোনাক্ষী এদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নিয়েছেন জাহিরের সঙ্গে তাঁর সই-বিবাহের ছবি। লিখেছিলেন, ‘সাত বছর আগে, ঠিক এই দিনেই তোমার সঙ্গে প্রথম দেখা। একে অপরের চোখে দেখেছিলাম, আমরা একসঙ্গে জীবনটা কাটাতে চাই। আমাদের জীবনের সমস্ত কঠিন পরিস্থিতি আমাদের পার করে দিয়েছে এই ভালবাসাই। আর আমাদের ভালবাসাই আমাদের নিয় এসেছে ঠিক এই দিনটায়। পরিবার ও ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী। আশা করি ভালবেসেই কেটে যাবে জীবনের বাকিটা। একসঙ্গে।’
View this post on Instagram
আরও পড়ুন: Vada Pav Girl Earn: বড়া পাও বেচে দিনে ৪০ হাজার টাকা আয়! ইনি কে জানেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।