Subhashree Ganguly: গয়না-ত্রিনয়নে অপরূপা, মহালয়ার ভোরে 'দুর্গা' শুভশ্রী
Subhashree Ganguly as Durga: এই বছর, একটি প্রথম সারির চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে। টলিউডের এই মুহূর্তের অন্যতম ব্যস্ত নায়িকা শুভশ্রী।
কলকাতা: পেঁজা তুলো তুলো মেঘ.. নীল আকাশ । ভাদ্রের চড়া রোদেও মাঝে মাঝে আকাশ জানান দিয়ে যাচ্ছে পুজোর । আর দুর্গাপুজো মানেই বাঙালির কানে বাজে 'আশ্বিনের শারদপ্রাতে..' । তবে রেডিওর পাশাপাশি প্রায় ২ দশক ধরে বাঙালির কাছে গুরুত্ব পেয়ে এসেছে টেলিভিশনের পর্দাও । কোন নায়িকা এই বছর দূর্গার ভূমিকায় অভিনয় করছেন, তা নিয়ে আগ্রহ থাকেই দর্শকদের ।
এই বছর, একটি প্রথম সারির চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে । টলিউডের এই মুহূর্তের অন্যতম ব্যস্ত নায়িকা শুভশ্রী । একাধিক ছবির কাজ চলছে তাঁর। তবে এই অনুভূতি আলাদা । চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে দূর্গার সাজে শুভশ্রীর শ্যুটিংয়ের কিছু অংশ । সেই অংশ দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের ।
আরও পড়ুন: Lokkhi Chele: 'লক্ষ্মী ছেলে'-কে নিয়ে শিকড়ে ফিরলেন কৌশিক
অনুষ্ঠানের নাম 'সিংহবাহিনী ত্রিনয়নী' । মহালয়ার ভোর ৫টায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান ।
অন্যদিকে অপর একটি চ্যানেলে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে সোনামণি সাহা (Sonamoni Saha)-কে । আপাতত 'এক্কা দোক্কা' (Ekka Dokka) ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন সোনামণি । আর এবার, একটি প্রথম সারির চ্যানেলের মহালয়ায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে তাঁকে ।
দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ছোটপর্দায় নিজের পরিচিতি তৈরি করেছেন সোনামণি । ধারাবাহিক 'দেবী চৌধুরাণী' থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে । সদ্য ছোটপর্দা ছাড়িয়ে সোনামণি পা রেখেছেন বড়পর্দাতেও । 'বেহায়া' ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন সোনামণি । মৈনাক ভৌমিক (Mainak Bhowmick) এই ছবির পরিচালনা করছেন । ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar )। কিন্তু সাময়িক কিছু সমস্যার কারণে আপাতত বন্ধ রয়েছে 'বেহায়া'-র শ্যুটিং। সেই সমস্যা মিটলেই ফের শ্যুটিং শুরু হবে এই ছবির ।
View this post on Instagram