Subhasree: দিদির জন্মদিনে ভালোবাসার বার্তা শুভশ্রীর, শেয়ার করলেন আদুরে ছবি
Subhasree and Debosree: সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। একটি নিজের সঙ্গে তাঁর দিদির, অন্য ছবিটি তাঁর সঙ্গে খুদে ইউভানের।
কলকাতা: আজ তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের (Debosree Ganguly)-র জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি শেয়ার করে দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। জীবনের সমস্ত ওঠাপড়াতেই দিদির পাশে থাকেন শুভশ্রী।
সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। একটি নিজের সঙ্গে তাঁর দিদির, অন্য ছবিটি তাঁর সঙ্গে খুদে ইউভানের।সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, তোমায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমার শক্তি দিন দিন বাড়ুক, আরও অনেক শক্ত হয়ে ওঠো। মনে রেখো, আমরা সবাই তোমায় ভালবাসি।'
দেবশ্রী নিজেও একজন অভিনেত্রী। তবে প্রথম জীবনে একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি করতেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবশ্রীর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী। এর আগে, 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abar Kanchanjangha) ছবিতেও দেখা গিয়েছিল দেবশ্রীকে।
সম্প্রতি, ছবি মুক্তির আগে, একটি সাক্ষাৎকারে নিজের টলিউডে কাজ করার অভিজ্ঞতা ও চাকুরি জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন দেবশ্রী। একসময় কর্পোরেট অফিসে চাকরি করতেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলছেন, 'একসময় আমি কর্পোরেট অফিসে চাকরি করতাম। পরবর্তীকালে শুনেছিলাম, আমার এক সিনিয়র বস আমায় সাদা হাতি বলেছিলেন। পরে আমি সেটা শুনতে পাই। আমার সেই বস যদি এখন আমার সাক্ষাৎকারটা দেখেন, তাহলে দেখবেন আমি জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি। উনি কিন্তু এখনও সেই চাকরিটাই করে যাচ্ছেন।'
অন্যদিকে, ফের মা হতে চলেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন তিনি। ছোট্ট ইউভানের নতুন খেলার সঙ্গী আসছে, এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় সংসারে নতুন সদস্য আসার খবর শেয়ার করে নিয়েছিলেন তিনি ও রাজ চক্রবর্তী। এখন বাড়িতেই ছোটদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন শুভশ্রী।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন