এক্সপ্লোর
Advertisement
‘সোনচিড়িয়া’ ফ্লপ হতেই সুশান্তের সঙ্গে ব্রেক-আপ করেন সারা! অভিযোগ প্রয়াত অভিনেতার বন্ধুর
স্যামুয়েল আরও লিখেছেন- ‘সুশান্তের পাশাপাশি তার পরিবারের প্রত্যেকের প্রতি সারার শ্রদ্ধা ছিল। ভালোবাসা ছিল সুশান্তের বন্ধু, এমনকি কর্মচারীদের প্রতিও। কোনও বলিউড মাফিয়ার চাপের কারণেই কি ‘সোনচিড়িয়া’ ফ্লপ হওয়ার পরে সুশান্তের সঙ্গে ব্রেক আপ করার সিদ্ধান্ত নেন সারা, সেটা নিয়েই আমি ভাবছি।
মুম্বই: ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে সারা আলি খানের। ছবিতে দুই তারকার মধ্যে কেমিস্ট্রি দর্শকদের পছন্দ হয়েছিল। শোনা যায়, পর্দার পাশাপাশি বাস্তবেও তখন প্রেম ছিল সারা ও সুশান্তের। ‘কেদারনাথ’ ছবির শুটিং ও মুক্তির সময় সুশান্ত ও সারার ডেটিংয়ের গুজবও ছিল জোরদার। তবে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সুশান্তের ছবি ‘সোনচিড়িয়া’ বক্স অফিসে ফ্লপ হওয়ার পর এই সম্পর্ক ভেঙে বেরিয়ে যান সারা।এমনই অভিযোগ জানিয়েছেন সুশান্তের বন্ধু স্যামুয়েল হায়োকিপ।
স্যামুয়েল ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে লিখেছেন- ‘আমার মনে আছে ‘কেদারনাথ’ ছবির প্রচারের সময় সারা এবং সুশান্ত প্রেমে পড়েছিলেন। দুজনের মধ্যে একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা ছিল, যা আজকাল খুব কমই কোনও সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়।
স্যামুয়েল আরও লিখেছেন- ‘সুশান্তের পাশাপাশি তার পরিবারের প্রত্যেকের প্রতি সারার শ্রদ্ধা ছিল। ভালোবাসা ছিল সুশান্তের বন্ধু, এমনকি কর্মচারীদের প্রতিও। কোনও বলিউড মাফিয়ার চাপের কারণেই কি ‘সোনচিড়িয়া’ ফ্লপ হওয়ার পরে সুশান্তের সঙ্গে ব্রেক আপ করার সিদ্ধান্ত নেন সারা, সেটা নিয়েই আমি ভাবছি।
প্রসঙ্গত, সুশান্তে মৃত্যুর পর তাঁর শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাওয়ার পর বাবা সইফ আলি খান ও সুশান্তের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন সারা। লিখেছিলেন, একমাত্র এই দুই ভদ্রলোকই আমার সঙ্গে কথা বলেছেন সার্ত্র, ভ্যানগগ, গিটার, ক্রিকেট, পিঙ্ক ফ্লয়েড, নুসরত ফতে আলি খান-এসব নিয়ে। তোমাদের দুটো লোকের ক্ষেত্রেই একটা কথা বলা যায়-‘দিল বেচারা’!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement