Swastika Mukherjee Exclusive: 'এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, জানি না সোহমের সঙ্গে আগে জুটি হিসেবে আমায় কেন কেউ ভাবেনি'
Actress Swastika Mukherjee Exclusive: 'আমি আর সোহম এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করছি জানি না কেন কেউ কখনও আমাদের জুটি হিসেবে ভাবেনি।অর্জুন এটা কী করে করে ফেলল তাও জানি না'
![Swastika Mukherjee Exclusive: 'এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, জানি না সোহমের সঙ্গে আগে জুটি হিসেবে আমায় কেন কেউ ভাবেনি' Swastika Mukherjee Exclusive: Actress Swastika Mukherjee talks about pairing with Soham with ABP Live Swastika Mukherjee Exclusive: 'এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, জানি না সোহমের সঙ্গে আগে জুটি হিসেবে আমায় কেন কেউ ভাবেনি'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/76fd35629fa8e71ce32f595286dcab95_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কলেজ জীবনের প্রেম, তারপরে বিয়ে। কিন্তু সেখানে একটা ছোট্ট ট্যুইস্ট। স্বামীর চেয়ে স্ত্রী একটু বড়। আর তাই নাকি গোটা কলেজে মজা করে তাঁদের বলা হত ভাই-বোনের জুটি। আর সেই জুটির গল্পই পর্দায় ফুটিয়ে তুলবেন টলিপাড়ার এক নতুন জুটি। সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছবির নাম শ্রীমতী (Srimati)।
পর্দায় সোহমের সঙ্গে কাজ করার কেমন অভিজ্ঞতা হল? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলছেন, 'আমি আর সোহম এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করছি জানি না কেন কেউ কখনও আমাদের জুটি হিসেবে ভাবেনি।অর্জুন এটা কী করে করে ফেলল তাও জানি না। তবে ওর সঙ্গে সিনগুলো খুব সহজ ভাবেই করেছি। পর্দায় দেখেও আমাদের অসামঞ্জস্য কিছু লাগছে না। অন্তত আমার তো তাই মনে হচ্ছে। একটা বিবাহিত জুটিই মনে হচ্ছে।'
আরও পড়ুন:Shrimati Exclusive: পরিচারিকার চরিত্রে অভিনয়ের জন্য কটাক্ষ? খেয়া বলছেন, 'চ্যালেঞ্জ নিতে ভালোবাসি'
কলেজ প্রেম থেকে 'শ্রীমতী'-র গল্প শুরু, কেমন ছিল স্বস্তিকার কলেজ জীবন? অভিনেত্রী বলছেন, 'কলেজ মানেই তো প্রথম মুক্তির স্বাদ। প্রেমের অনুভূতি, বড় হওয়া সবটাই তো কলেজ থেকে শুরু হল। কলেজ জীবনে মনে হত, দেরি করলেও কেউ গেটে দাঁড়িয়ে থাকার নেই বকুনি দেওয়ার জন্য। সব মিলিয়ে কলেজ জীবনটা দারুণ কাটিয়েছি।'
অভিনেত্রী সবসময় বলে এসেছেন, তাঁর অনুপ্রেরণা বাবা। শ্রীমতী হয়ে ওঠার পথে কি স্বস্তিকার অনুপ্রেরণা ছিলেন তাঁর মা? এবিপি লাইভকে অভিনেত্রী বলছেন, 'আমাদের বড় হয়ে ওঠা, আমার পরিবেশ সবকিছুরই প্রভাব পড়ে অভিনয়ের ওপর। যেখান থেকে যা রসদ পাই, সেগুলোকেই আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি পর্দায়। বাবা হয়তো আমায় অভিনয়ের টেকনিক্যাল জিনিসগুলো বুঝিয়েছেন। কিন্তু আমি তো নারীচরিত্রই করব। আর সেই রসদটুকু আমি তো মা,মাসি, পিসি এঁদের থেকেই নেব। মনে আছে, অনেক সময় মা মজা করে বলতেন, কৃতজ্ঞতা স্বীকারে আমার নামটা দিয়ে দিস টাইটেল কার্ডে। সব কৃতিত্ব তো বাবা নিয়ে যাবে, আমার কথা কেউ জানবেও না। আমার মা আমার জন্য সবসময় অনুপ্রেরণা, অভিনয়ের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রেও।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)