Tathagata Debleena: বন্ধুত্বের কথা আর শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে জন্মদিনের শুভকামনা তথাগতর
আজ সোশ্যাল মিডিয়ায় দেবলীনার একটি ঝকঝকে ছবি পোস্ট করেছেন তথাগত। ক্যাপশানে লিখেছেন, 'জন্মদিনে শুধুই ভাল থাকা থাকুক, নতুন নতুন দেশ পাড়ি জারি থাকুক, বাঁচার মানে থাকুক অনর্গল'
![Tathagata Debleena: বন্ধুত্বের কথা আর শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে জন্মদিনের শুভকামনা তথাগতর Tathagata Debleena: Actor Tathagata Mukherjee wrote a post to Debleena Dutt on her birthday Tathagata Debleena: বন্ধুত্বের কথা আর শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে জন্মদিনের শুভকামনা তথাগতর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/22/c8457aef27264b20fcd163bbfb86bda7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গুঞ্জন,বিরক্তি, তর্ক-বিতর্ক.. সব অন্যদিকে থাক। আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী দেবলীনা দত্তের (Debleena Dutt) হাসিমুখের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্বামী তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।
গুঞ্জন সম্পর্কে তথাগত
তাঁদের সম্পর্ক সাম্প্রতিককালে বারে বারে উঠে এসেছে খবরের শিরোনামে। গত বছরের শেষের দিকে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন তথাগত-দেবলীনা। সেইসময় এবিপি আনন্দের তরফ থেকে তথাগতর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান সম্পর্ক অত্যন্ত জটিল বিষয়। সম্পর্ক কবে কখন কোন মোড় নেয় আগে থেকে কেউ আঁচ করতে পারে না। এবিপি আনন্দর তরফ থেকে অভিনেতা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার জন্য দুটো সম্পর্কই কাজ করেনি। কন্যাকুমারী ও দেবলীনা দুজনের সঙ্গেই। সবসময় যে দুটো মানুষ একসঙ্গে চলতে পারবে এমন নয়।' অন্যদিকে, বিবৃতির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তথাগত জানান, এটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি এনিয়ে কোনও কথা বলতে চান না।
দেবলীনার জন্মদিনে তথাগতর শুভেচ্ছা
আজ সোশ্যাল মিডিয়ায় দেবলীনার একটি ঝকঝকে ছবি পোস্ট করেছেন তথাগত। ক্যাপশানে লিখেছেন, 'জন্মদিনে শুধুই ভাল থাকা থাকুক, নতুন নতুন দেশ পাড়ি জারি থাকুক, বাঁচার মানে থাকুক অনর্গল। প্রতিটা জন্মদিন রঙীন হোক একই ভাবে, এইভাবে। বন্ধুত্তের একটাই মানে হোক।' (অপরিবর্তিত)
সম্পর্ক নিয়ে বিতর্ক থাকার পরেও একসঙ্গে দেখা গিয়েছিল তথাগত-দেবলীনাকে। তখনও দেবলীনা সিঁদুর পরে, তথাগতর সঙ্গেই ধরা গিয়েছিলেন ক্যামেরায়। তবে তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কী, তা নিয়ে অবশ্য স্পষ্ট উত্তর দেননি তাঁরা। তবে তথাগত বারে বারেই জানিয়েছেন, তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় রয়েছে। দেবলীনার জন্মদিনের পোস্টেও রইল সেই বন্ধুত্বের কথা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)