Tiger 3 New Poster: 'টাইগার ৩' -এর অন্যতম চমক নেতিবাচক চরিত্রে ইমরান, মুক্তি পেল লুক
Tiger 3 New Poster Release: টাইগারের ভূমিকায় ফিরছেন সলমন খান। সঙ্গে তাঁর স্ত্রী জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ। এবার 'টাইগার ৩' ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে
কলকাতা: 'টাইগার ৩' (Tiger 3) ছবিতে যে গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান হাশমি (Emraan Hashmi) রয়েছেন, তা একটা বড় চমক হিসেবেই রেখেছিলেন নির্মাতারা। যশরাজ স্পাই ইউনিভার্সের (YRF Spy Universe) নতুন এই ছবিতে ইমরানকে আতিসের চরিত্রে দেখা যাবে বলে নিজেই জানিয়েছেন অভিনেতা। সলমনকে এই ছবিতে দেখা যাবে অবিনাশ সিংহ রাঠোরের (Avinash Singh Rathore) চরিত্রে।
ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরানকে। নিজের চরিত্র নিয়ে অভিনেতা বলছেন, 'আতিসের চরিত্রটাকে পর্দায় তুলে ধরা আমার কাছে বেশ উপভোগ্য। আমার চরিত্রটার টাইগারের ওপর এতটাই রাগ যে তাকে শেষ করার জন্য যে কোনও কাজ করতে প্রস্তুত। এই চরিত্রটার বিশেষত্ব হল, এর সবচেয়ে সেরা অস্ত্র মাথা। আতিস যে কী কী ভাবে টাইগারকে শেষ করার ছক কষে, সেটাই এই চরিত্রের অন্যতম আকর্ষণ। সম্পূর্ণ একা পরিকল্পনা করে এই চরিত্র টাইগারের কীভাবে বিরোধিতা করে সেটা দেখার। আতিস জানে, টাইগার শেষ মানুষ, যে ভারতের জন্য জীবন দিয়ে দিতে পারে। আর সেই কারণেই টাইগারকে সরাতে চায় আতিস।'
টাইগারের ভূমিকায় ফিরছেন সলমন খান। সঙ্গে তাঁর স্ত্রী জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ। এবার 'টাইগার ৩' ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ট্রেলারেই প্রথম ঝলক মিলল তাঁর লুকের। তাও একেবারে শেষে গিয়ে।বহুদিন পর বড়পর্দায় একেবারে অন্য ধরনের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। বলাই বাহুল্য তাঁকে নিয়ে তৈরি হয়েছিল আলাদাই উত্তেজনা। আপাদমস্তক অ্যাকশনে ভরপুর এই ট্রেলার উত্তেজনার পারদ আরও চড়িয়েছে। ধুন্ধুমার স্টান্ট, অবলীলায় করতে দেখা গেল ক্যাটরিনাকে যা অবশ্যই নজরকাড়া। তবে এবার লড়াই কেবল দেশের জন্যই নয়, এর সঙ্গে মিশবে ব্যক্তিগত টানাপোড়েনও। টাইগারকে বেছে নিতে হবে দেশ ও পরিবারের মধ্যে যে কোনও একটাকে। কী বাছবে সে? শেষ পর্যন্ত সে কি সত্যিই 'গদ্দার' প্রমাণিত হবে? সে কি এবার হেরে যাবে? তবে ওই যে বলে, 'যব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি'।
View this post on Instagram