Alta Phoring: মাকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে ২০ বছর আগের ঘটনার তদন্তের আর্জি ফড়িংয়ের!
Bengali Serial Alta Phoring Update: চিত্রনাট্য অনুযায়ী, ফড়িং-এর মা অভয়াও ছিলেন এককালে একজন বড় জিমন্যাস্ট। কিন্তু নির্মলের চক্রান্তে মঞ্চ থেকে দূরে সরে যেতে হয় রাধারাণীকে।
কলকাতা: মায়ের দুর্ঘটনার পরে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে ফড়িং। ২০ বছর আগে যে কারণে জিমন্যাস্টিক্স থেকে সরে এসেছিল তার মা রাধারাণী, সেই ঘটনাকেই সবার সামনে তুলে আনতে মরিয়া সে।
কথা হচ্ছে ধারাবাহিক 'আলতা ফড়িং' নিয়ে। এই ধারাবাহিকের মূল উপজীব্যই জিমন্যাস্টিক্স। গ্রামের মেয়ে ফড়িং আর তার মা রাধারাণী ইটভাঁটায় কাজ করে। কিন্তু ফড়িংয়ের লক্ষ্য জিমন্যাস্টিক্সের মঞ্চ। মায়ের হাজার শাসনেও সেই মেয়ের থোড়াই কেয়ার। গল্পের মোড়েই দেখা হয় ফড়িং আর গল্পের নায়ক অভ্রদীপের। তার হাত ধরেই জিমন্যাস্টিক্সের মঞ্চে পা রাখে ফড়িং। বিবাহবন্ধনে আবদ্ধও হয় অভ্র আর ফড়িং।
চিত্রনাট্য অনুযায়ী, ফড়িং-এর মা রাধারাণীও ছিলেন এককালে একজন বড় জিমন্যাস্ট। কিন্তু নির্মলের চক্রান্তে মঞ্চ থেকে দূরে সরে যেতে হয় রাধারাণীকে। যোগ্য সম্মান থেকে বঞ্চিত হয় সে। আর তাই ফড়িং তার মা-কে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে মরিয়া।
আরও পড়ুন: Anurager Chnowa: দীপার জন্য কবিতা পড়বে তার প্রিয় কবি! কলম ধরলেন শ্রীজাত
ফড়িং মঞ্চে ওঠার আগে তার জিমন্যাস্টিক্সের সরঞ্জামে কলকাঠি নাড়ে পৌষালী। কিন্তু দুর্ঘটনা ফড়িংয়ের নয়, সেই দুর্ঘটনায় আক্রান্ত হয় তার মা রাধারাণী। মাথা ফেটে যায় ফড়িংয়ের। ফড়িং কী তাঁর মায়ের দুর্ঘটনার পিছনে পৌষালীর চক্রান্ত ধরতে পারবে? সেই উত্তর দেবে সময়।
অন্যদিকে ফড়িং হাসপাতালে গিয়ে অনুরোধ করে ২০ বছর আগে তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের তদন্ত হোক। সাংবাদিকদের কাছে ফড়িং অনুরোধ করে, ২০ বছর আগে জিমন্যাস্টিক্সের মাথায় কারা ছিল সেটা খুঁজে বের করার জন্য। কিন্তু এই তদন্তে ফড়িং কী পাশে পাবে অভ্র আর তার পরিবারকে? সত্যিই কী অভ্র বুঝবে তার ঘটনার গুরুত্ব? সেই গল্প জানা যাবে ধারাবাহিকের গল্পের বাঁকে।
ধারাবাহিকের ফড়িংয়ের চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। অন্যদিকে খেয়ালীর বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার পরিচিত মুখ অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)।
View this post on Instagram