Vijay Sethupathi: রণবীর কপূর রাম, আর বিভীষণের ভূমিকায় বিজয় সেতুপতি !
Ramayana: নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে আরও অন্যান্য স্টার কাস্টের মাঝে বিভীষণের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। কী বলছে সূত্রের খবর ?
নয়াদিল্লি: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'মেরি ক্রিসমাস' (Merry Christmas) ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয় সেতুপতি। সেই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনাও কম নয়। আর তার মধ্যেই জানা গেল রণবীর কপূরের সঙ্গে 'রামায়ণ' (Ramayana) ছবিতে অভিনয় করতে চলেছেন বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে আরও অন্যান্য স্টার কাস্টের মাঝে বিভীষণের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিজয় ? সূত্রের খবর কী বলছে ?
বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল নীতেশ তিওয়ারি 'রামায়ণ' (Ramayana) ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কপূর (Ranbir Kapoor), সীতা সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় থাকবেন দক্ষিণী অভিনেতা যশ (Yash)। এমনকী এও জানা গিয়েছে যে কৈকেয়ীর চরিত্রে অভিনয় করতে পারেন লারা দত্ত। সূত্রের খবর তেমনই বলছে। আর এর সঙ্গে জানা গেল ছবিতে রাবণের ভাই বিভীষণের ভূমিকায় অভিনয়ের জন্য পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতির।
সূত্রের খবর, সম্প্রতি নীতেশ তিওয়ারি এই ছবির চিত্রনাট্য শুনিয়েছেন বিজয় সেতুপতিকে এবং ছবির কাহিনি, পরিচালকের ভাবনা শুনে উচ্ছ্বসিত বিজয় (Vijay Sethupathi), ছবিতে কাজ করার ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন তিনি। ২০২৪ সালের মার্চ মাসেই শুরু হবে ছবির শ্যুটিং। মে মাসের শেষ পর্যন্ত চলতে পারে এই শ্যুটিং। জানা গিয়েছে, মাত্র ১৫ দিনের শিডিউলে রাবণ চরিত্রের জন্য শ্যুটিং সারবেন যশ। এই বছর জুলাই মাসের মধ্যে শ্যুটিংয়ের কাজ শেষ করে পোস্ট প্রোডাকশনে হাত দেবেন ছবি নির্মাতারা। এক থেকে দেড় বছর পর এই ছবি মুক্তি পেত পারে বলেই ধারণা করা হচ্ছে। ছবির নাম এখনও পর্যন্ত স্থির হয়েছে 'রামায়ণ: পার্ট ওয়ান'।
নীতেশ তিওয়ারির তৈরি 'রামায়ণ'-এর অংশ হওয়ার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন অভিনেতা সানি দেওল এবং ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন তিনি। যদিও কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
গত ১২ ডিসেম্বর এক্স হ্যান্ডলে জনৈক ব্যবহারকারী একটি পোস্টে দাবি করেন যে বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে থাকার সময় তাঁর সঙ্গে রণবীর কপূরের দেখা হলে তিনি জানান, আগামী বছর গ্রীষ্মকালে শুরু হবে 'রামায়ণ' ছবির কাজ। এরপরে আরও একটি পোস্টে সেই ব্যক্তি লেখেন, 'আমি এতটাও নিশ্চিত নই যে এর থেকে বেশি কিছু জানাতে পারব। তবে 'রামায়ণ' ছবির স্টার কাস্ট একেবারে পাগল করার মত...'। যদিও এ ব্যাপারে রণবীর নিজে প্রকাশ্যে কোনও বক্তব্যই রাখেননি।
রামের ভূমিকায় অভিনয়ের জন্য মদ ও মাংস খাওয়াও ছেড়ে দিয়েছেন রণবীর, এমনটাই শোনা গিয়েছে। সব মিলিয়ে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'কে ঘিরে চর্চা এখন তুঙ্গে।