South Movies: জঙ্গলে গাছ কেটে বানানো সিনেমার সেট, সরকারের কোপে এই ছবি
Yash: জানা গিয়েছে কর্ণাটকের (Karnataka News) একটি সংরক্ষিত অরণ্যের মধ্যে গাছ কেটে কন্নড় ছবি 'টক্সিক'-এর (Toxic Movie Shooting) শ্যুটিং সেট বানানো হয়েছিল। তা নিয়েই গোলযোগ বাধে।
Entertainment News: কর্ণাটকের বনমন্ত্রী ঈশ্বর খাণ্ডরে মঙ্গলবার জঙ্গলের মধ্যে গাছ কেটে সিনেমার সেট বানানোর অনুমতি যে বা যারা দিয়েছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আধিকারিকদের কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। জানা গিয়েছে কর্ণাটকের (Karnataka News) একটি সংরক্ষিত অরণ্যের মধ্যে গাছ কেটে কন্নড় ছবি 'টক্সিক'-এর (Toxic Movie Shooting) শ্যুটিং সেট বানানো হয়েছিল। তা নিয়েই গোলযোগ বাধে। দক্ষিণী অভিনেতা যশ (South Actor Yash) এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই বনমন্ত্রী সেই জায়গা পরিদর্শন করেছেন যেখানে সিনেমার সেট বানানো হয়েছিল।
বনবিভাগের উপ মুখ্য সচিবকে একটি চিঠিতে কর্ণাটকের বনমন্ত্রী লেখেন, 'বেঙ্গালুরুর পেন্না প্ল্যান্টেশন ১ ও প্ল্যান্টেশন ২ অঞ্চলে ৫৯৯ একর জমি সংরক্ষিত অরণ্যের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই জমি বেআইনিভাবে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ১৯৬০-এর দশকে হিন্দুস্তান মেশিন টুলস সংস্থার হাতে তুলে দেওয়া হয়।' শীর্ষ আদালতের মতামত উদ্ধৃত করে তিনি এও জানান যে কোনো অরণ্যভূমিকে অরণ্য হিসেবে ঘোষিত না করলেও তা অরণ্যই থাকে। ফলে এইচএমটির অধীনস্থ সেই জায়গা এখনও অরণ্যভূমি হিসেবেই পরিগণিত হয়।
বনমন্ত্রী আরও জানান যে এইচএমটি সংস্থা বেআইনিভাবে তাদের সেই অরণ্যভূমি বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠন, ব্যক্তিকে বিতরণ করেছে এবং যার মাধ্যমে অনৈতিক কাজ বেশি হতে থাকে সেই অঞ্চলে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবির মাধ্যমে এই অঞ্চলে যে গাছ কাটা হয়েছে তাঁর প্রমাণ পাওয়া গিয়েছে। বনমন্ত্রী ঈশ্বর খেণ্ডরে জানিয়েছেন যে তাঁর কাছে সংবাদ এসেছে এইচএমটি এই অরণ্যভূমি ছবির শ্যুটিংয়ের জন্য ভাড়া দিতে শুরু করেছে। ফাঁকা জমি রোজের ভাড়ার হিসেবে দেওয়া হচ্ছে ছবির শ্যুটিংয়ের জন্য। বনভূমিতে গাছ কাটা শাস্তিযোগ্য অপরাধ। তাই তিনি সেখানে কতগুলি গাছ কাটা হয়েছে এবং তা অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা জানতে চেয়েছেন।
সেই অঞ্চলে গাছ কাটার অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের উপর দৃষ্টান্তমূলক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের বনমন্ত্রী। চিঠিতে এও বলেন তিনি যাতে যে আধিকারিকরা এই বিষয়ে গাছ কাটার জন্য অনুমতি দিয়েছিলেন, তাদের কঠোর সাজা দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে বন ধ্বংসের অপরাধের সমস্ত ধারা আরোপ করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: Salman Khan Life Threat : '২ কোটি না দিলে...' ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, নেপথ্যে এবার কে?