(Source: ECI/ABP News/ABP Majha)
Endoscopy smoke Health Risk: সিগারেটের মতোই বিপজ্জনক এন্ডোস্কোপির ধোঁয়া, কোন বিপদে স্বাস্থ্যকর্মীরা ?
Health Risk For Endoscopy smoke: সিগারেটের মতোই বিপজ্জনক হতে পারে এন্ডোস্কোপির ধোঁয়া। এর জেরে নানা বিপদের সম্মুখীন হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
Endoscopy smoke Health Risk: কোলনে নানা পরীক্ষানিরীক্ষা করতে এন্ডোস্কোপি পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই প্রক্রিয়া চলাকালীন বেশ কিছুটা ধোঁয়াও নির্গত হয় যন্ত্র থেকে। সম্প্রতি এক গবেষণা জানাচ্ছে এই ধোঁয়াটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমনকি এই ধোঁয়ার থেকে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। দীর্ঘদিন ধরে ধোঁয়াটি তাদের শরীরে প্রবেশ করার কারণে স্থায়ী সমস্যা হতে পারে।কারণ একটি এন্ডোস্কোপিতে নির্গত ধোঁয়া আসলে একটি সিগারেট খাওয়ার মতই সমান। এমন টাই জানাচ্ছেন গবেষকরা।
ব্রিঘাম অ্যান্ড ওমেন হসপিটালের গবেষকরা এই গবেষণা করেছেন। এন্ডোসকপির এই পদ্ধতিটি কোলন এর মধ্যে থাকা পলিপ বার করে আনতে সাহায্য করে। গবেষকদের কথায় এই পলিপ নির্গমনের সময়ে যন্ত্র থেকে একরকম ধোঁয়া নির্গত হয়। সেই ধোঁয়া থেকেই নানা ক্ষতি হচ্ছে শরীরের।
কী বলছেন গবেষকরা ?
ব্রিঘামের একজন রিসার্চ ফেলো ট্রেন্ট ওয়ালরান্ট সংবাদমাধ্যমকে জানান, এন্ডোস্কোপির সময় সার্জেনদের বেশ কিছু গাইডলাইন অর্থাৎ নির্দেশিকা মানতে হয়। এই নির্দেশিকা ধোঁয়া কমাতেই হয়। অথবা ধোঁয়ার প্রভাব কমাতে এই নির্দেশিকা দেওয়া হয়। কিন্তু সবসময় তা কার্যকরী হয় না বলেই জানাচ্ছেন গবেষকরা।
ব্রিঘামের ডাইরেক্টর অব এন্ডেস্কোপি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর তথা অন্য আরেক গবেষক ক্রিস থম্পসন সংবাদমাধ্যমকে বলেন, রোজ এমন চার থেকে পাঁচটি এন্ডোস্কোপি করতে হয় অনেক স্বাস্থ্যকর্মীকে। আর তার অর্থ দিনে চার থেকে পাঁচটি সিগারেট খাওয়া। অর্থাৎ এক সপ্তাহে বেশ কয়েকটি সিগারেটের প্যাকেট শেষ হয়ে যাচ্ছে রীতিমতো। যা ভয়ের বলেই মনে করছেন চিকিৎসকরা।
কেন ওই ধোঁয়া নির্গমন অনিবার্য ?
এন্ডোস্কোপির মেশিন থেকে ধোঁয়া নির্গমন একরকম অনিবার্য। কারণ কিছুবিশেষ প্রক্রিয়ার সময় এই ধোঁয়াটি বাইরে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াগুলি সার্জারি বা অস্ত্রোপচারের সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রক্তপাত বন্ধ করা, ছোট ওপেনিং করা (গ্যাস্ট্রিক বাইপাসের পর যা সাধারণত করা হয়ে থাকে) ও এছাড়াও, ক্যানসার বা প্রিক্যানসার কোশ থাকলে তা বের করে আনাটাও এন্ডোস্কোপির অন্যতম কাজ বলে জানাচ্ছেন গবেষকরা। আর এই প্রক্রিয়াগুলি চলার সময়েই প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়। এই ধোঁয়া থেকে ফুসফুসের পাশাপাশি ক্ষতি হচ্ছে বিভিন্ন অঙ্গের। কারণ অক্সিডেটিভ স্ট্রেসের বড় কারণ হতে পারে এই ধোঁয়া।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Sundarban Mangrove Pollution: দূষণের জেরে নষ্ট হচ্ছে সুন্দরবন, সমাধান কোন পথে ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )