Hair Care Tips: হেয়ার সিরাম ব্যবহারের সময় কোন ভুলগুলি একেবারেই করা চলবে না জানেন? দেখে নিন তালিকা
Hair Serum: অপরিষ্কার চুলে কখনই হেয়ার সিরাম ব্যবহার করবেন না। এমনটা করলে ময়লা চুলে ভালভাবে বসে যাবে। বাড়বে একাধিক সমস্যা।
Hair Care Tips: চুলের পরিচর্যার জন্য (Hair Care Routine) হেয়ার সিরাম (Hair Serum) একটি গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু আমরা অনেক সময়েই চুলে সিরাম লাগানোর ক্ষেত্রে বেশ কিছু ভুল অজান্তেই করে ফেলি। আর তার জেরে নষ্ট হতে পারে চুল। বাড়তে পারে চুলের একাধিক সমস্যা। তাই চুলে হেয়ার সিরাম কখন লাগাবেন, কীভাবে ব্যবহার করবেন, কোন কোন ভুলগুলি করবেন না, সেগুলি জেনে নিন সবিস্তারে।
চুলে সিরাম লাগানোর সময় কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে, দেখে নিন তার তালিকা
- হেয়ার সিরাম সবসময় ভেজা চুলে লাগানো উচিত। অতএব শ্যাম্পু করার পর চুল ভেজা থাকা অবস্থায় সিরাম লাগাতে হবে।
- হেয়ার সিরাম শুধুমাত্র চুলের লম্বা অংশে ব্যবহার করবেন। মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে হেয়ার সিরাম ব্যবহার না করাই ভাল।
- চুলে হেয়ার সিরাম লাগানোর পর কখনই চিরুনি দিয়ে ওই ভেজা চুল আঁচড়াতে যাবেন না। চুল শুকোনোর সময় দেওয়া প্রয়োজন।
- মূলত চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে হেয়ার সিরাম। তাই যাঁদের চুল খুব রুক্ষ তাঁরা সিরাম ব্যবহার করলে উপকার পাবেন।
- আপনার স্ক্যাল্প অর্থাৎ মাথার তালু যদি খুব তেলতেলে ধরনের হয়, তাহলে সিরাম ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
- আর্দ্র আবহাওয়ায় চুলে সিরাম ব্যবহার না করায় শ্রেয়। কারণ চুল চিটচিটে হয়ে যেতে পারে। তার ফলে চুল সহজে নোংরাও হয়ে যাবে।
- চুলে সিরাম ব্যবহারের সময় কখনই ঘষে ঘষে চুলের লম্বা অংশে সিরাম লাগাবেন না। আলতো হাতে হাল্কা করে ব্যবহার করতে হবে।
- হেয়ার সিরাম ব্যবহার করলে চুলের লালচে ভাব কমে যায়। তাই রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর করতে সিরাম ব্যবহার করা উচিত।
- চুল পড়ার সমস্যা থাকলে হেয়ার সিরাম ব্যবহার করা উচিত কিনা সেই প্রসঙ্গে আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি।
- অপরিষ্কার চুলে কখনই হেয়ার সিরাম ব্যবহার করবেন না। এমনটা করলে ময়লা চুলে ভালভাবে বসে যাবে। বাড়বে একাধিক সমস্যা।
আরও পড়ুন- রাত্রিবেলায় চোখে দেখায় সমস্যা, এই অসুবিধা কি সত্যিই দূর করতে পারে গাজর খাওয়ার অভ্যাস?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।