![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Diabetes: নখে কোন লক্ষণগুলি দেখা দিলে বুঝবেন মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন?
Diabetes Symptoms: মধুমেহর নানা লক্ষণ দেখা দেয় শরীরে। যা নজরে পড়লে দ্রুত চিকিৎসা শুরু করে দেওয়া দরকার। বিশেষজ্ঞরা তেমনই কিছু লক্ষণের কথা জানাচ্ছেন।
![Diabetes: নখে কোন লক্ষণগুলি দেখা দিলে বুঝবেন মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন? If You See This on Your Nails, It Could Be a Tell-Tale Sign of Diabetes, know in details Diabetes: নখে কোন লক্ষণগুলি দেখা দিলে বুঝবেন মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/cf0231ed1bfb8a2bb9c643e0476ec682_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মধুমেহ। ডায়াবিটিস (Diabetes)। ব্লাড সুগার (Blood Sugar)। একই রোগের নানা নাম। এক একজন মানুষ এক এক নামে উল্লেখ করে থাকেন এই অসুখটিকে। রক্তে শর্করার মাত্র প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেলেই তা মধুমেহ রোগে পরিণত হয়। বিশেষজ্ঞরা জানান, মধুমেহ এমনই একটা অসুখ, যা শরীরে একবার দেখা দিলে তা সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে হয় মানুষকে। এর থেকে সম্পূর্ণ সেরে ওঠার কোনও রাস্তা নেই এখনও পর্যন্ত। কিন্তু নিয়ম মেনে চললে এবং চিকিৎসকের পরামর্শ মতো চললে নিয়ন্ত্রণে রাখা যায় মধুমেহকে। এর নানা লক্ষণ দেখা দেয় শরীরে। যা নজরে পড়লে দ্রুত চিকিৎসা শুরু করে দেওয়া দরকার। বিশেষজ্ঞরা তেমনই কিছু লক্ষণের কথা জানাচ্ছেন।
নখে মধুমেহ রোগের লক্ষণ-
বিশেষজ্ঞদের মতে, মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন কিনা তা শরীরে নানা লক্ষণ দেখেই বুঝতে পারবেন। এর মধ্যে আমাদের নখে (Nail) এমন কিছু লক্ষণ দেখা যায়, যা নিশ্চিত ভাবে জানিয়ে দেয় যে আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
১. স্বাস্থ্যকর নখের রং হালকা গোলাপি। তা পরিস্কার। সমান। এবং তাতে কোনও অস্বাভাবিক কিছু নেই। কিন্তু নখে যদি সামান্য কিছুও অস্বাভাবিকতা নজরে পড়ে, তাহলে তা কোনও না কোনও রোগের লক্ষণ।
আরও পড়ুন - Hair Care: রোজকার যে ভুলগুলোর কারণে চুলের মারাত্মক ক্ষতি হচ্ছে
২. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখ যদি হলদেটে হতে শুরু করে, নখের কোনায় যদি হাজা ধরনের কিছু হতে দেখেন, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
৩. মধুমেহ রোগীদের ক্ষেত্রে প্রথম লক্ষণ হিসেবে নখের কোনে হলুদ ভাব দেখা দিতে শুরু করে। পরবর্তী পর্যায় নখ পচতে শুরু করে। অনেকেই এই সমস্যাগুলিতে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু এটাই মধুমেহ রোগের লক্ষণ। আপনার নখেও যদি এমন কিছু দেখা দেয়, তাহলে তা চিন্তার বিষয়। এবং দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)