Scrub Typhus: বড়দের জামাকাপড়ের সঙ্গে ঘরেও ঢুকছে স্ক্রাব টাইফাস, কামড়াচ্ছে ছোটদের ! সাবধান করছেন চিকিত্সকরা
বাংলার গ্রামগঞ্জ তো বটেই , ইদানীং উত্তরপ্রদেশের মথুরায় শিশুদের মধ্যে ছড়াচ্ছে এই রোগের আতঙ্ক। স্ক্রাব টাইফাস নিয়ে বিস্তারিত জানালেন শিশু রোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূণ গিরি।
কলকাতা : শেষ বর্ষায় এখন ঘরে ঘরে জ্বর। করোনা আবহে জ্বর মানেই আতঙ্ক। তার উপর শিশুদের জ্বর হলেই আতঙ্ক ছড়াচ্ছে অভিভাবকদের মনে। করোনা নয় তো ? তার উপর ডেঙ্গি , ম্যালেরিয়ার আতঙ্ক তো আছেই। তার উপর দোসর হয়েছে স্ক্রাব টাইফাস ( Scrub Typhus )। ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া! মাকড়ের কামড়ের বিষ এতটাই যে, ঠিক সময়ে ধরা না পড়লে ঘটতে পারে মৃত্যুও। মাকড়ের কামড়ে বেশি আক্রান্ত হচ্ছে শহরের উপকণ্ঠের কিংবা গ্রামগঞ্জের শিশুরাই। বাংলার গ্রামগঞ্জ তো বটেই , ইদানীং উত্তরপ্রদেশের মথুরায় শিশুদের মধ্যে ছড়াচ্ছে এই রোগের আতঙ্ক। স্ক্রাব টাইফাস নিয়ে বিস্তারিত জানালেন শিশু রোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূণ গিরি (Dr.Prabhas Prasun Giri)।
ডা. গিরি জানালেন, ওই কামড়ে নির্দিষ্ট ওই জায়গাগুলিতে ব্যথা যন্ত্রণা হয়না। কালো পোড়া মতো দাগ থেকে যায়। কীভাবে বুঝবেন কামড়েছে ট্রম্বিকিউলিড মাইটস?
আরও পড়ুন : Tuberculosis In Child: জ্বর-কাশি, পেট-ব্যথা, নিয়ে আসছে শিশুরা, পরীক্ষা করে ধরা পড়ছে টিবিও ! প্রথমেই সতর্ক হোন
- জ্বর
- গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা।
- চোখের পিছনে ব্যথা।
- বমি।
- গায়ে র্যাশ।
ডা. গিরি জানালেন, এই ঋতুতে সর্দি-গর্মি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখা যাবে না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস , যে কোনও একটি হতে পারে। তাছাড়া চিকিৎসকদের মতে, দ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
মাথায় রাখতে হবে -
- মাকড় কিন্তু বেশিরভাগ গাছগাছালিতে থাকে। তাই বাগানে বা ঝোপে বাচ্চা যেন খালি পায়ে না যায়।
- বাচ্চাকে যথাসম্ভব ঢাকা জামাকাপড় পরিয়ে বাইরে পাঠান।
- বড়রা কিন্তু প্রায়ই বাইরে যাচ্ছেন। আর তাদের জামাকাপড়ের সঙ্গেও ঘরের ভিতর ঢুকে আসতে পারে এই মাকড় । তাই বাইরের জামাকাপড় পরে কোনওমতেই শিশুদের কাছে যাবেন না। আগে জামা পরিবর্তন করুন। তারপর বসুন ।
- বাচ্চাকে এই সময় কাদা-মাটি-ঘাস-গাছগাছালি থেকে দূরে রাখুন।
- জ্বর এলেই নজর রাখুন শিশুর শরীরে উপর্যুক্ত উপসর্গগুলি দেখা যাচ্ছে কি না।
ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনই ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া! রোগের উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। আর ডেঙ্গি, স্ক্রাব টাইফাস আর করোনার মধ্যে প্রাথমিক উপসর্গই হল জ্বর। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, জ্বর এলে প্যারাসিটামল খেয়ে অপেক্ষা নয়। দ্রুত ডাক্তারের কাছে যান।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )