Yellow Fever: হলুদ জ্বরের টিকা দিতে শুরু করল তামিলনাডু, কী এই জ্বর, কেন হয় ?
Yellow Fever Cause Signs And Vaccine: হলুদ জ্বরের টিকা দিতে শুরু করল তামিলনাডু। ওই রাজ্যের তিনটি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
Yellow Fever Cause Signs And Vaccine: হলুদ জ্বর ছড়াচ্ছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলে। এই অঞ্চলগুলিতে যারা ভ্রমণ করেছেন বা করতে যাবেন, তাদের জন্য এবার টিকার ব্যবস্থা নিয়ে এল তামিলনাডুর সরকার। সম্প্রতি তামিলনাডুতে তিনটি সরকারি কেন্দ্র খোলা হয়েছে। এই তিন কেন্দ্র থেকে হলুদ জ্বরের জন্য প্রয়োজনীয় টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারেথ তরফে জানানো হয়েছে, এই টিকা অন্য কোনও সরকারি বা বেসরকারি সংস্থা দিতে পারবে না।
হলুদ জ্বরের টিকার জন্য তিনটি কেন্দ্র
তামিলনাডুর জনস্বাস্থ্য ও প্রতিরোধী ওষুধ দফতর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে তিনটি কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে। গুইন্ডির কিং ইনস্টিটিউট ফর প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, চেন্নাইয়ের রাজাজি সালাই ও থুথুকুড়িতে এই টিকা দেওয়া হচ্ছে। টিকার প্রতি ডোজের জন্য ৩০০ টাকা মূল্য ধার্য করা হয়েছে। এই অর্থ নগদ বা ব্যাঙ্ক মারফত পাঠানো যাবে। তবে টিকার জন্য নির্দিষ্ট সময় ঠিক করা হয়েছে। ওই সময়ে গিয়েই টিকা নিতে হবে।
হলুদ জ্বর আদতে কী ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী, হলুদ জ্বর মশার মাধ্যমে ছড়ায় এমন একটি রোগ। সাধারণত দিনের বেলা মশার কামড় থেকে এই রোগ ছড়ায়। ২০২৩ সালে আফ্রিকার ৩৪টি দেশ ও মধ্য ও দক্ষিণ আমেরিকার ১৩টি দেশ এই রোগে আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই জ্বর টিকা নিয়ে প্রতিরোধ করা সম্ভব। আফ্রিকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হলুদ জ্বর নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, ২০১৩ সালে প্রায় দুই লাখ মানুষ এই জ্বরে সংক্রমিত হয়েছিলেন। এদের মধ্যে প্রায় ৬০ হাজার জন মারা যান।
হলুদ জ্বরের লক্ষণ
- অনেক ক্ষেত্রেই এই জ্বরের কোনও লক্ষণ দেখা যায় না।
- সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশির ব্যথা, মাথা ব্যথা, খিদে কমে যাওয়া, মাথা ধরা, বমি করা।
- সাধারণত দুটি পর্বে এই জ্বর হয়। প্রথম পর্বটি ৩-৪ দিনে সেরে যায়। দ্বিতীয় পর্বটিই ভয়ানক আকার নেয়। দ্বিতীয় পর্বে জন্ডিসও দেখা দেয় কারও কারও। যে কারণে এই রোগটির নাম হলুদ জ্বর। এই সময় রোগীর মৃত্যুর আশঙ্কাও থাকে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Spices Ban: ভারতীয় দুই সংস্থার মশলা নিষিদ্ধ এবার আরেকটি দেশেও !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )