এক্সপ্লোর
Advertisement
ওজন কমায়, হাড় শক্ত করে আনারস! প্রাতঃরাশ এই ফল বাদ যাচ্ছে না তো?
অন্যান্য সমস্ত উপকারিতার সঙ্গে ভিটামিন সি-এর ঘাটতি মেটায় আনারস। তাই খাবার তালিকায় নিয়মিত রাখুন এই ফলকে।
নয়াদিল্লি: গোটা দিনের মধ্যে অত্যন্ত জরুরি হল প্রাতঃরাশ। আর অন্য সমস্ত খাবারের সঙ্গে তালিকায় একটা ফল থাকা খুব জরুরি। বেশিরভাগ সময়ই আমরা প্রাতঃরাশের টেবিলে আপেল বা কলাকে বেছে নিই। এই ফলগুলিতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার পর্যাপ্ত পরিমাণে থাকলেও কিছু জিনিসের ঘাটতি থেকে যায়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হল সি। অন্যান্য সমস্ত উপকারিতার সঙ্গে ভিটামিন সি-এর ঘাটতি মেটায় আনারস। তাই খাবার তালিকায় নিয়মিত রাখুন এই ফলকে।
শুধুই কি ভিটামিন সি? অন্যান্য অনেক গুণ রয়েছে এই ফলের। জেনে নেওয়া যাক সেগুলি কী কী?
- ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবারের তালিকায় আনারস রাখলে একদিকে যেমন পেট ভরবে তেমনই শরীরের বাড়তি ক্যালোরি কমবে। লো ক্যালোরির মিষ্টি এই ফলে থাকে প্রচুর ফাইবার।
- এক কাপ আনারসে থাকে ৭৮.৯ মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়াও থাকে প্রচুর পরিমানে আয়রন। হজম ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে আনারস।
- নিয়মিত হজমে সাহায্য করে আনারস। তাই হজম সংক্রান্ত যে কোনও অসুধ তৈরি করার সময় ব্যবহার করা হয় আনারস। প্রচুর জল থাকায় আনারস ডিহাইড্রেশন দূর করে।
- এক কাপ আনারসে থাকে ৭৬ শতাংশ ম্যাঙ্গানিজ। এর ফলে আনারস হাড় শক্ত করে। এজন্য শিশু ও বৃদ্ধদের পক্ষে আনারস বিশেষ উপকারি।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement