এক্সপ্লোর
Advertisement
সিএএ, এনআরসি-র প্রতিবাদে অবরোধ চলাকালে জলঙ্গিতে গোষ্ঠীসংঘর্ষ, মৃত ২, জখম আরও ২
আজ সকাল নটা নাগাদ জলঙ্গির সাহেবনগরে পথ অবরোধ হয়। অবরোধ চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে রয়েছে।
মুর্শিদাবাদ: সিএএ-এনআরসির প্রতিবাদে বনধ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর। চলল গুলি-বোমাবাজি। মাঝে পড়ে মৃত্যু ২ আন্দোলনকারীর। জখম আরও কয়েকজন। ভর্তি হাসপাতালে।
এনআরসি-সিএএর বিরোধিতায় মুসলিম পার্সোনেল ল’ বোর্ডকে সমর্থন জানিয়ে বুধবার জলঙ্গির সাহেবনগর এলাকায় বনধের ডাক দেয় ‘ভারতের গণতান্ত্রিক নাগরিক মঞ্চ’ নামে একটি সংগঠন।অভিযোগ সকাল ৯টা নাগাদ তৃণমূলের জলঙ্গি উত্তর ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল পরপর গাড়িতে করে লোকজন নিয়ে এসে প্রথমে বাঁশ-লাঠি নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। মেরে ফাটিয়ে দেওয়া হয় আন্দোলনকারী আব্দুল জাব্বারের মাথা। রুখে দাঁড়ালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আন্দোলনকারীদের দিকে গুলি-বোমা ছোড়ে বলে অভিযোগ। মৃত্যু হয় ৬২ বছরের আনারুল বিশ্বাস ও বছর কুড়ির সালাউদ্দিন শেখের।এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নয়, বোমার সপ্লিন্টারের আঘাতে মৃত্যু হয়েছে দুজনের।হাসপাতাল সূত্রের বক্তব্য, মৃতদেহে ক্ষতচিহ্ন রয়েছে। তা বুলেটের নাকি বোমার সপ্লিন্টারের ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে। এদিকে, এই ঘটনার পরই হামলাকারীদের ৮টি গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা।আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে।তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।এরই মাঝে জখম অবস্থায় উদ্ধার করা হয় তৃণমূলের জলঙ্গি উত্তর ব্লক সভাপতির ভাই মন্টু মণ্ডল-সহ ২ জনকে। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement